ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দু’ধর্মের হওয়ায় সামাজিকভাবে পায়নি প্রেমের স্বীকৃতি

প্রকাশিত: ০০:৫৩, ২৫ মে ২০১৭

দিনাজপুরে দু’ধর্মের হওয়ায় সামাজিকভাবে পায়নি প্রেমের স্বীকৃতি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল উপজেলা পল্লীতে একই সাথে একই রশিতে ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। দুজনে ভিন্ন ধর্মের হওয়ায় সামাজিকভাবে প্রেমের স্বীকৃতি না পাওয়ার কারনেই এরা আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলো- দিনাজপুরের বিরল উপজেলার সাকোইর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাকিব বাবু (১৬) এবং একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হরিপদ পালের মেয়ে পুর্ণিমা রানী পাল (১৫)। রাকিব বাবু বিরল উপজেলার রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেনীর ছাত্র এবং পুর্ণিমা রানী একই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেনীর ছাত্রী। পারিবারিক সুত্রে জানা যায়, একই বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার সুবাদে গত তিন বছর ধরে প্রেম চলছিলো পুর্ণিমা ও রাকিব বাবুর মধ্যে। তাদের সর্ম্পকের বিষয়টি ফাঁস হয়ে পড়লে দু’জন দু-ধর্মের হওয়ায় পারিবারিকভাবে তাদের শাসন করা হয়। এক পর্যায়ে বুধবার বিকালে স্কুল ছুটির পর দুজনই উধাও হয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বিরল উপজেলার সাকোইর গ্রামের ফুলদিঘী নামক স্থানে বাঁশ ঝাড়ের কাছে একটি আম গাছে একসাথে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুপুর ১২টায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশ ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিরল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, তাদের ধারনা এটি আত্মহত্যা। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার কথা উল্লেখ করে ওসি জানান, যেহেতু দুজনেই দু-ধর্মের, সেহেতু তারা সামাজিকভাবে প্রেমের স্বীকৃতি পায়নি। এই বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে বলে জানান ওসি। এদিকে একই দিন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইমরান হোসেন (২২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় ওসমানপুর বাজার এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে বিদ্যুতিক পাখার সাথে গামছা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ইমরান হোসেন ঘোড়াঘাট পৌর শহরের চক বামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
×