ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওরা ১১ জন চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের সম্মাননা

প্রকাশিত: ২৩:৫৮, ২৫ মে ২০১৭

ওরা ১১ জন চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের সম্মাননা

অনলাইন ডেস্ক ॥ স্বাধীন বাংলদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’। ছবিটির শিল্পী ও কুশলীদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বৃহস্পতিবার দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন ছবির অভিনয়শিল্পী খসরু, সৈয়দ হাসান ইমাম, মিরানা জামান, নায়করাজ রাজ্জাক, সংলাপ লেখক ও অভিনেতা এটিএম শামসুজ্জামান, নূতন, কাজী ফিরোজ রশীদ, ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম (মরণোত্তর), গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, প্রযোজক সোহেল রানা, চিত্রনাট্যকার কাজী আজিজ, পরিবেশক ইফখারুল আলম, প্রধান সহকারি পরিচালক শামসুল আলম। এদের মধ্যে নায়করাজ রাজ্জাক, খসরু ও এটিএম শামসুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় বাসায় পৌঁছে দেবে পরিচালক সমিতি। আর প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের হয়ে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী জোৎস্না কাজী। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। নির্মাতা মোহাম্মদ হোসেন জেমীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অপূর্ব রানা, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল প্রমূখ। প্রধান অতিথি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ছবির কলাকুশলীদের আমার হাতে সম্মাননা জানাতে পারছি এজন্য গর্বিত আমি। যে সময়ের ছবি এটা সেসময়ের সাক্ষী আমি। স্বাধীনতা পরবর্তী অগোছালো সময়টায় এছবি নির্মাণ করেছিলেন পরিচালক চাষী নজরুল ইসলাম। তিনি আপাদমস্তক সাহসী মানুষ। তার প্রতি আমার শ্রদ্ধা।
×