ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেএমবি নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২৩:৩২, ২৫ মে ২০১৭

জেএমবি নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ বিচারক ইমরুল কায়েসের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তিন আসামির সবাইকে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে। আরেকটি ধারায় তাদের ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজার আদেশ দেওয়া হয়। রায়ের বরাত দিয়ে আদালতের পিপি কাজী জাহাঙ্গীর হোসেন জানান, আসামিদের দুই ধারার সাজা পরপর খাটতে হবে। অর্থাৎ তাদের মোট সাত বছর ছয় মাস জেলে কাটাতে হবে। পাঁচ বছর আগের এ মামলায় নতুন করে সাক্ষ্য শুরু হওয়ার পর দুই মাসের মধ্যে এ রায় ঘোষণা করা হলো। মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। ২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়। ২০০৭ সালে শায়খ আবদুর রহমানসহ জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর হবিগঞ্জের সাবেক জামায়াত নেতা মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে পুনর্গঠিত হয় নিষিদ্ধ এ জঙ্গি সংগঠন।
×