ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ২২:১০, ২৫ মে ২০১৭

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ ও মহিলাসহ ৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরতলীর আরামবাগ নীচুপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, গোপালগঞ্জ পুলিশ লাইন এলাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো জ-১৯-০৮৮৬) ওই স্থানে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজি-বাইকসহ মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী গভীর খাদে গিয়ে পড়ে। এতে মাইক্রোবাস ও ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (২৯), ইজি বাইকের চালক আজাদ (৩৫) ও এক অজ্ঞাত মহিলার মৃত্যু ঘটে। এছাড়া ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথে কোটালীপাড়ার কান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী জেসমিন (৩৫) ও তার মেয়ে সুমাইয়ার (১৭) মৃত্যু ঘটে এবং গোপালগঞ্জ আড়াই’শ বেড হাসপাতালে ভর্তির পর সদর উপজেলার চর-গোবরা এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে মুজাহিদ মোল্লার (৩৫) মৃত্যু ঘটে। এছাড়াও গুরুতর আহত লিপন সরদার (২৪) ও নিজামুল সরদার (২৫) সহ চর-গোবরা এলাকার ৪ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
×