ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৩৫ কোটিতে ১৬ বছরের ভিনিসিয়াস

প্রকাশিত: ১৯:০০, ২৫ মে ২০১৭

৩৩৫ কোটিতে ১৬ বছরের ভিনিসিয়াস

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলের ভিনিয়াস জুনিয়রকে ৩৩৫ কোটি টাকায় কিনে দলবদলের বাজারে বড় চমক দিতে চলেছে রিয়াল মাদ্রিদ। তবে এখনই নয়, ২০১৮ সালের জুলাইতে। তখনই তারা সই করাবে ব্রাজিলের ১৬ বছর বয়সি ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ফ্ল্যামেঙ্গোয় খেলেন জুনিয়র। রিয়ালের সঙ্গে ফ্ল্যামেঙ্গোর ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে। চুক্তির পরিমাণ ৪ কোটি ৬০ লক্ষ ইউরো (‌প্রায় ৩৩৫ কোটি টাকা)‌। কতদিনের জন্য চুক্তি হয়েছে, তা কোনও ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়নি। চুক্তিটি বাস্তবায়িত হলে জুনিয়রই হবেন নেইমারের পর ব্রাজিলের লিগ থেকে আসা সবথেকে দামি ফুটবলার। মাত্র ১০ দিন আগে ফ্ল্যামেঙ্গোর প্রথম দলে অভিষেক হয়েছে জুনিয়রের। কিন্তু ব্রাজিলের অনূর্ধ্ব–১৭ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স তাকে রিয়েলের প্রস্তাব এনে দিয়েছে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–১৭ প্রতিযোগিতায় জুনিয়রই সর্বোচ্চ গোলদাতা এবং সেরা ফুটবলার হয়েছে। ভারতে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবলে তার হাতেই ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব। ‌‌ সূত্র: আজকাল
×