ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার হামলা ॥ হামলাকারীর বাবা ও ভাই আটক

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ মে ২০১৭

ম্যানচেস্টার হামলা ॥ হামলাকারীর বাবা ও ভাই আটক

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনা কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারীর বাবা ও ভাই লিবিয়ায় আটক হয়েছে। এদিকে তারা একটি চক্রের হয়ে কাজ করছে বলে সন্দেহ করছে পুলিশ। হামলায় জড়িত সন্দেহে পুলিশ নতুন করে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং ম্যানচেস্টারের কেন্দ্রস্থলের একটি স্থানে তল্লাশি চালিয়েছে। ওদিকে, লিবিয়ায় গ্রেপ্তার হয়েছে হামলাকারীর বাবা ও ছোট ভাই। তদন্ত খুব দ্রুতই এগুচ্ছে বলে জানিয়েছেন ম্যানচেস্টারের পুলিশ প্রধান হপকিন্স। ম্যানচেস্টারে পুলিশ সদরদপ্তরের বাইরে হপকিন্স সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় একটি নেটওয়ার্ক নিয়ে আমাদের তদন্ত চলছে এটি পরিষ্কার। আর আমি এও বলেছি যে, দ্রুতগতিতে চুলচেরা তদন্ত চলছে এবং গ্রেটার ম্যানচেস্টার জুড়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ” এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুড জানিয়েছিলেন হামলাকারী সালমান আবেদি সম্প্রতি লিবিয়া থেকে ফিরেছিলেন। হামলায় আরও কেউ জড়িত থাকার ধারণা প্রকাশ করে তিনি বলেছিলেন, “আমাদের দেখা আগের কিছু হামলার তুলনায় সোমবারের হামলাটি অনেক বেশি পরিশীলিত ছিল। এ থেকেই মনে হচ্ছে যে, সে (আবেদি) একাই হামলাটি চালায় নি। ” আবেদির সঙ্গে ইসলামিক স্টেটের সম্পর্ক থাকা এবং তার সিরিয়া ভ্রমণের তথ্যও ইতোপূর্বে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। হামলার ঘটনায় আবেদির বড় ভাইসহ সোমবার রাত থেকে এ পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছে। উইগানে একটি প্যাকেজ বহনকারী এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বৃহৎ একটি নেটওয়ার্ক জড়িত থাকতে পারে এবং আরও হামলা আসন্ন সন্দেহে যুক্তরাজ্যে এরই মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় সাড়ে তিনহাজার সেনা।
×