ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদার্থবিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৫০, ২৫ মে ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায়- ২ গতি জ্ঞানমূলক প্রশ্নোত্তর ০১। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? উত্তর : যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ০২। স্থিতি কাকে বলে? উত্তর : পারিপাশের্^র সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। ০৩। গতি কাকে বলে? উত্তর : পারিপাশের্^র সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। ০৪। সরল দোলকের গতি কি রকম গতি? উত্তর : স্পন্দন গতি ০৫। স্পন্দন গতি কাকে বলে? উত্তর : পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে। ০৬। চলন গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ঐ গতিকে চলন গতি বলে। ০৭। পর্যাবৃত্ত গতি কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ০৮। সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন ধরনের গতি? উত্তর : রৈখিক গতি ০৯। গিটারের তারের গতি কোন ধরনের গতি? উত্তর : স্পন্দন গতি ১০। ঘূর্ণন গতি কাকে বলে? উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। ১১। বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি? উত্তর : ঘূর্ণন গতি ১২। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে? উত্তর : সরলপথে ১৩। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা কোন ধরনের গতি? উত্তর : চলন গতি ১৪। পরম গতি কাকে বলে? উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। ১৫। রৈখিক গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। ১৬। কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? উত্তর : পর্যাবৃত্ত গতি ১৭। দ্রুতি কাকে বলে? উত্তর : বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ১৮। স্কেলার রাশি কাকে বলে? উত্তর : যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাদেরকে স্কেলার রাশি বলে। ১৯। ভেক্টর রাশি কাকে বলে? উত্তর : যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। ২০। সরণ কাকে বলে? উত্তর : নির্দিষ্ট দিকে পারিপাশির্^কের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ২১। সরণের একক কী? উত্তর : মিটার (স) ২২। দ্রুতির একক কী? উত্তর : সং-১ ২৩। গড় দ্রুতি কাকে বলে? উত্তর : বস্তু যদি অসম দ্রুতিতে চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্বকে গড় দ্রুতি বলে। ২৪। ভরবেগ কোন ধরনের রাশি? উত্তর : ভেক্টর রাশি ২৫। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, সময়, তাপমাত্রা ইত্যাদি কোন রাশির উদাহরণ? উত্তর : স্কেলার রাশির
×