ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরিফুল ইসলাম রোহিত

সাহসী হৃদয় অপরিহার্য

প্রকাশিত: ০৩:৪৩, ২৫ মে ২০১৭

সাহসী হৃদয় অপরিহার্য

‘কাজের জন্য সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে সাহসী হৃদয়।’ জার্মান দার্শনিকের এই কথাটি আজ দেশের নারী জাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সময়ে-অসময়ে তারা নিগৃহীত হচ্ছে, কিছু অমানুষের কাছে। গত ২৮ মার্চ রাতে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন। কিন্তু ঘটনার ৪০ দিন পর গত ৬ মে তারা বনানী থানায় মামলা করেন। জনমতের প্রবল চাপের ফলে বনানীতে ধর্ষণ মামলায় আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের নিষ্ক্রিয় থাকা সম্ভব হয়নি। ফলে তাদের গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিক্ষুব্ধ জনগণ সর্বোপরি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংবাদমাধ্যম উঠেপড়ে না লাগলে যেন আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের টনক নড়ে না। অপরাধীরা বিত্তবান আর ক্ষমতাধর হলে তো কথাই নেই! বনানীতে যে ঘটনা ঘটেছে ভুক্তভোগীদের ভাগ্য ভাল যে, তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যম বিপ্লবী ভূমিকা পালন করেছে। সম্প্রতি সারাদেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। সেগুলোর ভুক্তভোগীদের দুর্ভাগ্য হলো তাদের পক্ষে এ রকম আওয়াজ উচ্চারিত হয়নি। সন্দেহ নেই যে বনানীর ঘটনা ধিক্কারজনক। তবে এমন জঘন্য আরও অনেক ঘটনাই ঘটেছে। বনানীতে তো কোন মৃত্যু ঘটেনি। কিন্তু গাজীপুরের কর্ণপুর গ্রামের হযরত আলী ও তার মেয়ের ঘটনাটি তো আরও মর্মান্তিক। ২৯ এপ্রিল হয়রত আলী তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। হযরত আলী ও তার মেয়ের এই মর্মান্তিক ঘটনায় আমাদের সমাজ সেই মাত্রায় সোচ্চার হয়নি, যতটা হলে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের টনক নড়ে। রাজধানীর জুরাইনে এক কিশোরীকে ২৮ এপ্রিল দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। কিন্তু একজনকে ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ। আর এজন্য বলা যেতে পারে গাজীপুরের হযরত আলীর মেয়ে ও জুরাইনের কিশোরীর জন্য সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তেমন বেশি হৈচৈ না হওয়ায় এই দুটি মামলার আসামিদের গ্রেফতারের ব্যাপারে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের বিশেষ তাগিদ নেই। দেশের গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, ধর্ষণ, ইভটিজিংয়ের মতো নানা ঘটনা ঘটেছে। কোন ঘটনা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছে, আবার কোন ঘটনা গুরুত্ব পাচ্ছে না। বিনেরপোতা, সাতক্ষীরা থেকে
×