ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিততে টাইগারদের লক্ষ্য ২৭১

প্রকাশিত: ০২:৪৩, ২৪ মে ২০১৭

জিততে টাইগারদের লক্ষ্য ২৭১

অনলাইন ডেস্ক ॥ ত্রিদেশীয় সিরিজ আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের পাওয়ার রয়েছে অনেক কিছু। তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার এবং অ্যাওয়ে ম্যাচে কিউইদের বিপক্ষে কোনো জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি আক্ষেপ ঘুচানোর লক্ষ্য টাইগারদের। সেইসঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যা ঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সরাসরি ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে এগিয়ে যাওয়ার মঞ্চ। এমন ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে ২৭১ রানের লক্ষ্যমাত্র দিয়েছে কিউইরা। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাশরাফি। শুরুটা নিউজিল্যান্ড দুর্দান্ত করলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানেই আটকে যায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া নেইল ব্রম ৬৩ এবং রস টেলর করেন ৬০ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান ও মাশরাফি। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।।জিততে বাংলাদেশের চাই ২৭১ দলীয় ২৩ রানের মাথায় লুক রনকির (২) হারানোর পর নেইল ব্রম ও ল্যাথামের দারুণ জুটিতে মজবুত অবস্থানে চয়ে যায় কিউইরা। এই দুজন দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন। নাসির আক্রমণে এসে জোড়া আঘাতে বিপজ্জনক জুটি ভাঙার পাশাপাশি বাংলাদেশকে বিপদমুক্ত করেন। তার করা ২৮তম ওভারের প্রথম বলে স্কয়ার লেগে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রম। ৩০তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ল্যাথামকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন প্রায় সাত মাস পর ওয়ানডে একাদশে সুযোগ পাওয়া নাসির। এরপর টেলর ও অ্যান্ডারসন মিলে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল। ৩৯তম ওভার সাকিব কিউই শিবিরে আঘাত হেনে বাংলাদেশকে উল্লাসে ভাসান। ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন অ্যান্ডারসন। এরপর ক্রিজে এসে সেট না হতেই ৪৩তম ওভারে স্যান্টনারকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব। পরের ওভারের প্রথম বলে মুনরোকে উইকেটের পেছনে মুশফিকের শিকার বানিয়ে বাংলাদেশকে ম্যাচের লাগাম এনে দেন মাশরাফি। তবে দমে যাননি অভিজ্ঞ টেলর। অষ্টম উইকেটে ম্যাট হেনরিকে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি।; গড়ে ২৮ বলে ৩২ রানের জুটি। জিততে বাংলাদেশের চাই ২৭১ ৪৮তম ওভারের পঞ্চম বলে হেনরিকে বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রুবেল। এরপর জিতান প্যাটেলকে নিয়ে ১৩ বলে ১২ রানের অবিচ্ছিন্নু জুটি গড়ে দলকে ২৭০ রানের লড়াকু সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন টেলর। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেছেন নাসির হোসেন। প্রায় সাত মাস পর ওয়ানডে একাদশে ফিরলেন দ্য ফিনিশার। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। হামিশ বেনেট ও জেমস নিশাম বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরেছেন। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো কিউই একাদশে জায়গা করে নিলেন জিতান প্যাটেল। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও তৃতীয় ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টাইগাররা। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চায় বাংলাদেশ। সিরিজের সিরিজ শেষে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 'এ' গ্রুপে টাইগারদের অপর দুই প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
×