ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুত উৎপাদন বাড়ানোর কথা বলে সরকার লোডশেডিং উপহার দিচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:০৩, ২৪ মে ২০১৭

বিদ্যুত উৎপাদন বাড়ানোর কথা বলে সরকার লোডশেডিং উপহার দিচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত উৎপাদন নিয়ে মিথ্যা ও ভ্রান্ত তথ্য দিয়ে সরকার জনগণকে ধোকা দিচ্ছে। উৎপাদন বাড়ানোর কথা বলে জনগণের পকেট থেকে লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এখন তারা বিদ্যুত উৎপাদন বাড়ানোর কথা বলে জনগণকে লোডশেডিং উপহার দিচ্ছে। দফায় দফায় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে উল্লেখ করেন। দুপুরে পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যুত উৎপাদন নিয়ে সরকার জনগণকে ডাহা মিথ্যা কথা বলছে। সরকারের প্রতিষ্ঠান পিডিবি বিদ্যুত উৎপাদন নিয়ে এক তথ্য দিচ্ছে। অপরদিকে বিদ্যুত প্রতিমন্ত্রী বলছে ভিন্ন কথা। পিডিবি ডাহা মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দিচ্ছে। বর্তমানে সারাদেশে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ধরে লোডশেডিং করা হচ্ছে। জ্যৈষ্ঠের এই প্রচ- তাপে মানুষ যখন একটু স্বস্তি উপায় খুঁজছে সেখানে দীর্ঘক্ষণ ধরে এই লোডশেডিং সরকারের উন্নয়নের আসল উদাহরণ জানান দিচ্ছে। এ সময় তিনি সরকারের কুইক রেন্টালের সমালোচনা করে বলেন, কুইক রেন্টাল বিদ্যুত স্থাপন করে মূলত লুটপাটেরই সুযোগ দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির বিষয উল্লেখ করে বলেন, এ ঘটনা দেশ-বিদেশে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সর্বত্র সরকারের প্রতি চারদিক থেকে ধিক্কার উঠেছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে সরকার প্রধানের ‘শুভ বুদ্ধির উদয়’ হয়েছে। এভাবে বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবের প্রতিও প্রধানমন্ত্রী এক সময় সমর্থন জানাবেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
×