ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ জাতীয় নির্বাচন

রাজনৈতিক দলের সঙ্গে জুলাই থেকে সংলাপে বসবে নির্বাচন কমিশন

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ মে ২০১৭

রাজনৈতিক দলের সঙ্গে জুলাই থেকে সংলাপে বসবে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী মধ্য জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে সিইসি কে এম নূরুল হুদা বলেন, জুলাই থেকে শুরু করে নবেম্বর পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংলাপে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণ, আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নতুন নিবন্ধন, ভোটকেন্দ্র, ইসির সক্ষমতা বাড়ানো ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ এ সাত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর আগে বেলা ১১টা থেকে আগারগাঁও নির্বাচন ভবনে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, খসড়া রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিষয়টি রাখা হয়নি। রাজনৈতিক দলগুলো না চাইলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংলাপে এই ইভিএমের বিষয়টি সামনে আনা হবে। তখন যদি রাজনৈতিক দলগুলো মনে করে, এটা (ইভিএম) দরকার, তাহলে তা ব্যবহার করা হবে। নইলে হবে না এটা পরিষ্কার। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচন হবে বলেও জানান তিনি। সিইসি বলেন, যথাসময়ে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ থেকে থেকে জানুয়ারি পর্যন্ত ভোটের জন্য উপযুক্ত সময়। আমরা নিজেরা (কমিশন) বসে ভোটের তারিখ দেব। তিনি বলেন, আমরা খসড়া রোডম্যাপ নিয়ে আলোচনায় বসেছি। এটি চূড়ান্ত হতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। এরপরই আমরা প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করব।
×