ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্পেশাল কংগ্রেসনাল এ্যাওয়ার্ড পাওয়ায় ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ মে ২০১৭

স্পেশাল কংগ্রেসনাল এ্যাওয়ার্ড পাওয়ায় ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেসনাল এ্যাওয়ার্ড পাওয়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গঠিত সংবর্ধনা উদযাপন কমিটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুকের সভাপতিত্বে এবং উপ-কমিটির সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। হাসানুল হক ইনু বলেন, লিঙ্গ বৈষম্য দূর করা সরকারের অঙ্গীকার। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের এই অর্জন দেশে নারীর ক্ষমতায়নকে একধাপ এগিয়ে দেবে। ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের ঠিকানা হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য বিগত দিনে যেসব পেশাদার সাংবাদিকরা সদস্য পদ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাদের সদস্যপদ নিশ্চিত করতে ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
×