ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারি স্টেপে ধস

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ মে ২০১৭

হিলারি স্টেপে ধস

২০১৫ সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের কারণে হিলারি স্টেপটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এতে হিমালয় পর্বতের সর্বোচ্চ এই শিখরটিতে আরোহন পর্বতারোহীদের জন্য সম্ভবত আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পর্বতটির দক্ষিণ-পূর্ব অংশের প্রায় খাড়া ১২ মিটারের (৩৯ ফুট) এই বর্ধিতাংশটিকে চূড়ায় ওঠার আগে সর্বশেষ বড় ধরনের বাধা হিসেবে বিবেচনা করা হতো। ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গ জয় করা পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারির নামে এই অংশটির নাম রাখা হয়েছিল। ব্রিটিশ পর্বতারোহী ও অভিযাত্রী দলনেতা টিম মোসেডালে ১৬ মে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর পর হিলারি স্টেপ ধসে পড়ার সংবাদটি নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এটা সরকারীভাবে স্বীকৃত, হিলারি স্টেপ আর নেই।’ সূত্র : বিবিসি
×