ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘আমার ক্যারিয়ারের সেরা অর্জন’

প্রকাশিত: ০৬:৩০, ২৪ মে ২০১৭

‘আমার ক্যারিয়ারের সেরা অর্জন’

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলার হিসেবে ছিলেন বিশ্বখ্যাত। ফ্রান্সকে জিতেয়েছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ। ফুটবল খেলে কিংবদন্তি হওয়া জিনেদিন জিদান কোচ হিসেবেও নায়ক বনে গেছেন। বিশ্বের সেরা দলগুলোর একটি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর থেকেই দলটিকে জিতিয়ে চলেছেন একের পর এক ট্রফি। এর মধ্যে রবিবার রাতে রিয়ালকে জিতিয়েছেন কাক্সিক্ষত লা লিগার ট্রফি। এটিকেই পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে মনে করছেন জিদান। শুধু তাই নয়, এই জয়কে বিশ্বকাপের চেয়েও বড় মনে করেন ফরাসী কিংবদন্তি। গত বছর মাদ্রিদের কোচ হিসেবে শুরুতেই চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেন জিদান। সেটি থেকেও লীগ শিরোপা অর্জনকে এগিয়ে রাখছেন তিনি। খেলোয়াড় হিসেবেও লা লীগার শিরোপা অর্জনের অভিজ্ঞতা আছে জিদানের। কিন্তু সবকিছুর উর্ধে তিনি কোচ হিসেবে শিরোপা জয়কেই বড় করে দেখছেন। ট্রফি নিশ্চিত হওয়ার পর জিদান বলেন, পেশাদার জীবনে এটাই আমার সবচেয়ে আনন্দের দিন। এই মুহূর্তে আমার এখানে উঠে দাঁড়িয়ে নাচতে ইচ্ছা করছে। নিজের সময়ের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে জিদান বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন কোচ হিসেবে এই অর্জনগুলো অতিরিক্ত দায়িত্বের মধ্যেই পড়ে। জিদান বলেন, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রত্যাশার মাত্রাটা সকলেই জানে। খেলোয়াড় হিসেবে আমার এই অভিজ্ঞতা আছে। আর সে কারণেই দিনটিকে সবচেয়ে আনন্দের হিসেবে দেখছি। কারণ কোচ হিসেবে অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। এই ক্লাব ও জার্সির হয়ে আমি সবকিছু জয় করেছি, কিন্তু লা লীগা শিরোপা জয় সবকিছুর উর্ধে। আমি অনেক বেশি উচ্ছ্বসিত। কারণ নয় কিংবা দশ মাস পরে আমরা লা লীগা জয় করেছি। কোচ হিসেবে জিদানের প্রশংসা করতে ভুল করেননি রিয়ালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আট বছর আগে রিয়ালে যোগ দেয়ার পর এই নিয়ে দ্বিতীয় শিরোপার দেখা পেলেন রোনাল্ডো। জিদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পর্তুগিজ তারকা বলেন, সবকিছুই সে বেশ বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করেছে। আর তার প্রমাণ হলো আমরা বিশ্বের অন্যতম সেরা দল বার্সিলোনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছি। সি আর সেভেন বলেন, সব মিলিয়ে বলতে গেলে রিয়াল মাদ্রিদে এটাই আমার সেরা মৌসুম। প্রতিটি মিনিট প্রতিটি খেলোয়াড় ভাল খেলেছে। এই শিরোপা জয়ে পুরো দলের কৃতিত্ব আছে। গুরুর প্রশংসা করার পাশাপাশি সমালোচকদেরও একহাত নিয়েছেন জিদান। রোনাল্ডো বলেন, লোকে আমার সম্পর্কে কথা বলে যেন আমি একটা অপরাধী। আমি সাধু নই, কিন্তু শয়তানও নই। লোকে আমাকে নিয়ে কথা বলে কিন্তু তারা কিছুই জানে না। সমালোচকদের পাত্তা না দেয়ার কথাও জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। ২৫ গোল দিয়ে লা লিগার ২০১৬-১৭ মৌসুম শেষ করা এই ফরোয়ার্ড মনে করেন একসময় সমালোচকরা ক্ষান্ত হবে। এ প্রসঙ্গে তার ভাষ্য, ফুটবল নিয়ে সমালোচনা আমাকে চিন্তায় ফেলে না। কারণ আমি জানি লোকেরা একসময় চুপ করবে। আমি এটা পছন্দ করি না। কেননা আমার একটা পরিবার আছে, মা আছে, ছেলে আছে। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলেন, এই শিরোপা জয়ের জন্য আমাদের অনেক প্রশংসা প্রাপ্য। এটা বিশ্বের সবচেয়ে সেরা লীগ। আমি দীর্ঘ সময় ধরে এখানে আছি। এই লীগ জেতা খুবই কঠিন। কেবল বার্সিলোনা নয়, সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদও শেষ পর্যন্ত আমাদের চাপে রেখেছে। স্পেনের তারকা এই ডিফেন্ডার বলেন, মৌসুমজুড়ে এই লীগে সবসময় অনিশ্চয়তা থাকে। কিন্তু আমরা পরিশ্রম ও কঠোর লড়াই চালিয়ে যেতে পেরেছি। আমরা অনেক ভালো করেছি। আমরা এটা সমর্থকদের সঙ্গে উদযাপন করব। এরপর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য প্রস্তুত হব। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস বলেন, এটা কঠিন একটি ম্যাচ ছিল। কঠিন একটি বছরও ছিল এটা। কিন্তু আমরাই ছিলাম সবচেয়ে ধারাবাহিক এবং এজন্য আমরা পুরস্কৃত হয়েছি।
×