ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিউটি পারভীন

সময় এখন মুস্তাফিজের!

প্রকাশিত: ০৬:৩০, ২৪ মে ২০১৭

সময় এখন মুস্তাফিজের!

নায়কের মতো, দুর্বার বেগে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ঘটেছিল। সারা বিশ্বের ক্রিকেট সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেছিলেন। কারণ আন্তর্জাতিক অঙ্গনে মাত্র ১৯ বছর বয়সে আগমনেই তিনি চমকে দিয়েছিলেন তিন ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য নাম পেয়ে গিয়েছিলেন ‘কাটার মাস্টার!’ আর গত বছর সে কারণেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মারকুটে ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়ে আদরের ডাক নাম পেয়ে যান ‘ফিজ’। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখনও আগ্রহে ভাটা পড়েনি। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বের সেরা আট দলের অংশগ্রহণে মর্যাদার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেখানেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মুস্তাফিজ। যে তরুণ ক্রিকেটাররা এবারের আসরে চমক দেখাতে পারেন তাদের করা আইসিসির তালিকায় অন্যতম এ বাংলাদেশী পেসার। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ত্রিদেশীয় সিরিজে যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে করে আবার বিশ্বের ক্রিকেট বোদ্ধারা নড়েচড়ে বসেছেন। দুব্র্ার মুস্তাফিজকে পুরনো রূপে দেখার জন্য উন্মুখ হয়ে আছে বিশ্ব ক্রিকেট। আর বাংলাদেশ দল আবার ভরসা ফিরে পেয়েছে এ বাঁহাতির ওপর। ২০১৫ সালে শুরুর পর পুরো বছরই মুস্তাফিজ ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার হাতে ওঠে স্বীকৃতিস্বরূপ। এ ছাড়া বর্ষসেরা একাদশেও জায়গা করে নেন তিনি। ২০১৫ ছিল উত্থানের কিন্তু পরের বছর উল্টো পিঠটাও দেখেছেন মুস্তাফিজ। ইনজুরির কারণে বছরের বেশিরভাগ সময়ই থেকেছেন অনুপস্থিত। ফেরার পর আর নিজেকে পুরনো রূপে আবির্ভূত করতে পারেননি। যে অফকাটারের জন্য, নির্দিষ্ট স্থানে বল ফেলে ব্যাটসম্যানকে আটকে রাখার জন্য এবং সেøায়ার ডেলিভারির জন্য বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন সেটাও ঠিকমতো হচ্ছিল না। দুয়েকজন বলাবলিও করছিলেন মুস্তাফিজ ম্যাজিক শেষ হয়ে গেছে। তবে ক্রীড়াক্ষেত্রে যে অমোঘ বাণী, ‘ফর্ম ইজ টেম্পোরির বাট ক্লাস ইজ পার্মানেন্ট’-সেটা মিথ্যা হতে পারে না। নিজের জাতটা আগেই চিনিয়ে দিয়েছিলেন। কোন ধাঁচ ও পর্যায়ের মেধাসম্পন্ন বোলার মুস্তাফিজ সেটা দেখিয়েছেন। সাময়িক সময়টা বাজে গেছে দীর্ঘ ইনজুরির কারণে কাঁধে অস্ত্রোপচার করাতে হওয়ার কারণে। এমন ইনজুরি কাটিয়ে নিজেকে পুরনো ফর্মে ফিরে পেতে সময় লাগবে এমনটা অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছেন। সেই ফিরে আসার সময়টা সম্ভবত হয়ে গেছে। অন্তত আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে সেটারই নিদর্শন দেখাচ্ছেন মুস্তাফিজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বোলিং করার সুযোগ পাননি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ১৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে এ সিরিজ শুরু করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের। তিনি ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ যেখানে হাতছানি দিচ্ছে আবার তাই ঝলসে উঠলেন মুস্তাফিজ। এক ম্যাচে বোলিং না করতে পারায় অবশ্য কিছুটা পিছিয়ে পড়েছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ঝলসে উঠলেন। আবার সেই পুরনো মুস্তাফিজকে দেখা গেল কাটার, সেøায়ার আর ঠিক জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের ওপর সাঁড়াশির মতো চেপে বসতে। ৯ ওভারে ৩৩ রান দিয়ে নিলেন ২ উইকেট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফিরতি ম্যাচে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন ফিজ। শুরু থেকেই উইকেট নিয়ে ভড়কে দিয়েছেন আইরিশদের। এরপর তাদের মিডলঅর্ডার তছনছ করে দিয়েছেন ভয়ঙ্কর বোলিং করে। নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিতটা দিচ্ছেন এ ত্রিদেশীয় সিরিজেই। আর বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞারা সে কারণেই দাবি করেছিলেন অচিরেই নিজেকে ফিরে পাবেন মুস্তাফিজ। সেটাই যেন বুঝিয়ে দিচ্ছেন। আর এসব কারণেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাব্য সেরাদের তালিকা করতে গিয়ে বিশ্লেষকরা ভোলেননি মুস্তাফিজের কথা। যে কয়জন তরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া নৈপুণ্য দেখাতে পারেন এমন একটি তালিকা করেছে খোদ আইসিসি। সেখানে অন্যতম হিসেবে আছে মুস্তাফিজের নাম। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট করে শিকারের রেকর্ড আছে মুস্তাফিজের। বর্তমানে ২১ বছর বয়সী এ বাঁহাতি সম্পর্কে আইসিসি লিখেছে, ‘তার মধ্যে ক্রিকেটকে দেয়ার মতো অনেক কিছুই বাকি আছে। তাকে যদি পুরোপুরি ফিট ও ইনজুরিমুক্ত রাখা যায় তাহলে নিশ্চিতভাবেই দারুণ কিছু করতে সক্ষম। তার পরিণত হওয়ার এবং নিজের দক্ষতা প্রদর্শনের যথেষ্ট সময় আছে।’ রঙিন অভিষেক আর আন্তর্জাতিক ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাবে সারা বিশ্বকেই চমকে দিয়েছিলেন। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে এ বছর এপ্রিল পর্যন্ত মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন। ইনজুরির কারণে ৫ মাস মাঠের বাইরে থেকে ফিরে খেই হারিয়ে ফেলেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অবশেষে যেন নিজের ভয়ঙ্কর ক্ষমতা আর নিজের আওতায় থাকা বিশেষ অস্ত্রগুলোর প্রয়োগের সামর্থ্য ফিরে পেয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝরিয়ে চারটি উইকেট শিকার করেন বাংলাদেশের এ বাঁহাতি পেস বিস্ময়। আর তারই স্বীকৃতি হিসেবে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। ১৩ ধাপ টপকে উঠে এসেছেন ১৮ নম্বরে। ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত বেশ সমস্যার মধ্যেই ছিলেন মুস্তাফিজ। গত নবেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এ কাটার ও সেøায়ার মাস্টার। কিন্তু আগের সেই ধার দেখা যায়নি তার বোলিংয়ে। ওই সময় মুস্তাফিজ নিজেই বলছিলেন, ‘তিনি খেলার প্রতি মনোযোগ দিতে পারছেন না এবং ভাল করার ক্ষেত্রে আত্মবিশ্বাস একটুও খুঁজে পাচ্ছেন না। মনোবল পাচ্ছেন না।’ পরে এ বছর শ্রীলঙ্কা সফরেও তিনি বিন্দুমাত্র প্রভাব খাটাতে পারেননি, উল্টো ব্যাটসম্যানদের কাছে তুলোধুনো হয়েছেন অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। আর সে কারণেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পুরো সময়ই তার সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে। শুধু একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু একেবারেই নিয়ন্ত্রণহীন বোলিংয়ে উইকেটশূন্য থাকায় পরে আর সুযোগ পাননি একাদশে। ভেতরে ভেতরে সম্ভবত ফুঁসছিলেন তিনি। কারণ গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন ‘দ্য ফিজ’ খ্যাতি পাওয়া এ বাঁহাতি পেসার। দুর্দান্ত বোলিং করে বিশ্বের বিধ্বংসী সব ব্যাটসম্যানকে রান করতে দেননি এবং শিকারও করেছিলেন। কিন্তু সেই মুস্তাফিজকে পাওয়া যায়নি। অনেকে বলছিলেন ফুরিয়ে গেছেন ফিজ। এবার তাই ত্রিদেশীয় সিরিজে কঠিন চ্যালেঞ্জ ছিল তার জন্য। সেই চ্যালেঞ্জে ২ ম্যাচেই নিয়েছেন ৬ উইকেট। বিশেষ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফিরতি ম্যাচে একেবারে জ্বলে উঠলেন তিনি। মাত্র ২৩ রানেই নিলেন ৪ উইকেট। হারানো আত্মবিশ্বাস ও ছন্দ দুটোই ফিরে পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ বোলিং করে। সেটারই ছাপ দেখা গেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। আইরিশ ব্যাটসম্যানরা দেখেছে তার ভয়াল রূপ। আর বিশ্বব্যাপী দীর্ঘদিন পর ২০১৫ সালে নবাগত তরুণ মুস্তাফিজকে আবার অবলোকন করেছে। এবার তিনি নিয়েছেন ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে ৪ উইকেট। এ দুই ম্যাচের ৬ উইকেট তাকে আবারও পুরস্কৃত করেছে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষের জন্য বিপদ অপেক্ষা করছে সেটাও নিশ্চিত হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা।
×