ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ২৪ মে ২০১৭

টুকরো খবর

অপহৃত তিন যাত্রী উদ্ধার ॥ চার ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানা পুলিশ কুষ্টিয়া মহাসড়কের ভেলুপাড়া থেকে চার ডাকাতকে গ্রেফতার ও একটি যাত্রীবাহী বাসসহ অপহরণকৃত তিন যাত্রীকে উদ্ধার করেছেন। পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচলকারী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে নেয়। পরে তারা অস্ত্রের মুখে মালামাল লুট এবং তিন যাত্রীকে জিম্মি করে ঈশ্বরদী এলাকা দিয়ে কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ৬টায় অভিযান চালিয়ে ভেলুপাড়া এলাকা থেকে চার ডাকাতকে গ্রেফতার ও যাত্রীবাহী বাসসহ অপহরণকৃত আহত তিন যাত্রীকে উদ্ধার করে। দামুড়হুদায় নদীতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৩ মে ॥ দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী লামিয়া (১০) ও ইয়াসমিন খাতুন (১১) নিহত হয়েছে। সোমবার রাত ৮টায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহত লামিয়া সদর উপজেলা শহরের মুসলিমপাড়ার হারুন-অর রশিদের মেয়ে ও ইয়াসমিন একই পাড়ার সন্টু মিয়ার মেয়ে এবং তারা চুয়াডাঙ্গা প্রভাতি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বেড়া সংবাদদাতা বেড়া, পাবনা থেকে জানান, বেড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার সিংহাসন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে সিংহাসন গ্রামের হামিদ মাস্টারের মেয়ে হিমু (৪) ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরই পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিক্ষকের ওপর হামলা ॥ ক্লাস বর্জন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ মে ॥ কেন্দুয়া উপজেলার জয়কা-সাতাশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। মিছিলটি মাসকা বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের ওই মিছিলে এলাকার সাধারণ মানুষও যোগ দেন। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার জানান, উচ্চ আদালতে ওই বিদ্যালয় সংক্রান্ত একটি মামলা চলমান আছে। এ মামলাটি নিষ্পত্তি করে দেয়ার নামে জয়কা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক তার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেহেদী হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়। সোমবার দুপুরে মেহেদী হাসান আরও দু-তিনজন সঙ্গীকে নিয়ে তাকে (তপন চন্দ্র সরকারকে) তার কক্ষে গিয়ে মারধর করে। এতে তিনি আহত হন। আহত তপন চন্দ্র সরকার সোমবার রাতেই এ ব্যাপারে কেন্দুয়া থানায় এজাহার দায়ের করেছেন। আত্রাইয়ে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ মে ॥ সোমবার গভীর রাতে আত্রাই উপজেলার তিলাবাদুরী গ্রামের সংখ্যালঘু শ্রী মদন প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাঁসার বাসনপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। জানা গেছে, মদন প্রামাণিকের প্রতিবেশী নারায়ণ চন্দ্র ম-ল পুরনো বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি তৈরি করার কারণে তার নিজের টাকা, স্বর্ণালঙ্কার ও কাঁসার কিছু বাসনপত্র ট্রাঙ্কে ভরে মদনের বাড়িতে রেখেছিল। ঘটনার রাতে ১০-১২ জনের ডাকাতদল শ্রী মদন প্রামাণিকের বাড়ির দরজা-জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শ্রী মদন প্রামাণিক ও তার ভাই সুবির চন্দ্র প্রামাণিকসহ বাড়ির লোকজনকে বেদম মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে রক্ষিত তার নিজের ও প্রতিবেশী নারায়ণের নগদ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও কাঁসার বাসনপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্কুলছাত্রী ধর্ষিত ॥ ধর্ষক আটক নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৩ মে ॥ লামা উপজেলায় অচেতন করে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইয়াংছা নতুনপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদিকে পুলিশ বলছে ঘটনাটি প্রেম ঘটিত, প্রেমিক রুবেল স্কুলছাত্রীর সঙ্গে দেখা করতে গেলে ঘটনাটি ঘটে। ধর্ষিতার বাবা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার মেয়ে বাড়ির পাশে নজীরের দোকানে শ্যাম্পু কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা আনোয়ার হোসেন ও রুবেল মেয়েকে মুখ চেপে ধরে পাহাড়ে নিয়ে যায়। সেখানে পানি জাতীয় এক প্রকার ওষুধ খাইয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ধর্ষক রুবেল পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে স্বজনরা ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শাবি ছাত্রলীগ নেতা হল থেকে বিতাড়িত শাবি সংবাদদাতা ॥ ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চাঁদাবাজি, ছিনতাই, ডাইনিংয়ে ফাও খাওয়াসহ বিভিন্ন অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে হল থেকে বিতাড়িত করেছেন নেতাকর্মীরা। সোমবার রাতে তাকে শাহপরান হল থেকে বিতাড়িত করা হয়। তিনি শাহপরান হলের এ ব্লকের ২০৭ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ২০১৬-১৭ সেশনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মূলহোতা হচ্ছে নজরুল। তার চক্রান্তেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে। এছাড়াও সে টঙে চাঁদাবাজি, বহিরাগতদের কাছ থেকে টাকা আদায়, ডাইনিংয়ে ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল থেকে বের করে দিয়েছে। জলদস্যু জিরো বাহিনীর প্রধান আটক সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ মে ॥ পাথরঘাটায় তালিকাভুক্ত জলদস্যু জিরো বাহিনীর প্রধান বাদল পহলানকে আটক করেছে পাথরঘাটা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাদল পহলান পদ্মা গ্রামের শাহআলম পহলানের ছেলে। সে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জিরো বাহিনীর প্রধান। পুলিশ জানায়, বাদল দীর্ঘদিন কুখ্যাত জলদস্যু জামাল বাহিনীর সদস্য হয়ে কাজ করে। কারখানায় তালা ॥ পোশাক শ্রমিক বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ মে ॥ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার কাঁঠালতলা বাজার এলাকায় ‘ভাটিক্যান নীট ওয়্যার গার্মেন্টস’ নামক একটি পোশাক কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। তীব্র গরমে এ সময় কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তারা দিনভর অভুক্ত থাকে। জানা গেছে, ওই পোশাক কারখানায় কর্মরত রয়েছে ১৩০ শ্রমিক। মালিক পক্ষ গত ৪ মাসের বেতন না দিয়ে সোমবার কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে চলে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে প্রধান ফটকে তালা লাগানো দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে এবং প্রচ- গরমে ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পাঁচ বছরের শিশুকে ধর্ষণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার রামনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শিশুটিকে সোমবার রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানান, সোমবার দুপুরে প্রতিবেশী জিহাদ শিশুটিকে খাবার দেয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা জিহাদের ঘর থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। রাতে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা সম্ভব হবে। ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ মে ॥ নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে লাহু মোল্লা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দ-প্রাপ্ত লাহু নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ছলেমান মোল্লার ছেলে। উল্লেখ্য, ২০০৯ সালের ১১ এপ্রিল প্রতিবন্ধী কিশোরী নদীর পারে ধানক্ষেতের মধ্যে হাঁস তাড়াতে যায়। লাহু মোল্লা গিয়ে কিশোরীকে তার স্ত্রীর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। অগ্নিকা-ে ছয় দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মে ॥ বাজিতপুর উপজেলার পৌর শহরের বড় সড়ক টেম্পোস্ট্যা- এলাকায় অগ্নিকা-ে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, সোমবার গভীর রাতে আলী মিয়ার চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত। শাহ আমানত বিমানবন্দরে মহড়া স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন বাধ্যতামূলক হওয়ায় মঙ্গলবার সকালে এ আয়োজনে অংশ নেয় সিভিল এভিয়েশন ছাড়াও আরও ১২টি সংস্থার টিম। এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সসাইজ ২০১৭ এর অংশ হিসেবে মহড়ার উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার কমোডর এম মোস্তাফিজুর রহমান। জানা গেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিমানবন্দরের ফায়ার শাখা, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, আর্ম পুলিশ ব্যাটেলিয়ন, ফায়ার ও সিভিল সার্ভিস ডিফেন্স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আনসার ও বিএনসিসির সদস্যরা ডেমো বিমানে অগ্নিকা-ের ঘটনায় প্রতিরোধ কর্মকা- হিসেবে অংশ নেয়। ডেমো এই বিমানে যাত্রী ও ক্রুসহ ৫৭ জন নিয়ে বিমানটি উড্ডয়নের সময় রানওয়েতে অগ্নিকা-ের শিকার হয়। বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে ককপিটে আগুন ধরে গেলে বিমানটি উড্ডয়ন ব্যর্থ হয়ে রানওয়ের পাশে ধসে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ফায়ার শাখা, ফায়ার ও সিভিল সার্ভিস ডিফেন্সসহ ১২ সংস্থার সদস্যরা স্ব স্ব প্রশিক্ষণ অনুযায়ী বিমানের আগুন নেভাবে ঝাঁপিয়ে পড়েন। মহড়া শেষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি এয়ার কমোডর এম মোস্তাফিজুর রহমান এবং বিমানবন্দরের ম্যানেজার উইং কমোডর রিয়াজুল কবির অংশগ্রহণ করা সংস্থাগুলোকে সর্বদা সচেতন থাকার জন্য অনুরোধ জানান। যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ মে ॥ নালিতাবাড়ীতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও সহায়তার ঘটনায় স্থানীয় শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতুসহ (৩০) ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। অন্য ৪ জন হচ্ছে উপজেলার ছিটপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৮), আবদুল হাকিমের ছেলে রানা, সোহাগপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫২) ও কাকরকান্দি গ্রামের আবদুল গণির ছেলে মোজহারুল হক (৫৫)। মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করার পর তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুধবার শুনানির তারিখ ধার্য করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, রবিবার রাত ৮টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও স্থানীয় ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অপর ২ বান্ধবীকে নিয়ে বরুয়াজানি বাজারস্থ মেধাসিঁড়ি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। ওইসময় অন্তর ও রানা চলন্ত মোটরসাইকেল থামিয়ে ওই কিশোরীর হাত ধরে টানাহেঁচড়া করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। ৫৬২ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার রসুলপুর, নওপাড়া, কামারপাড়া, লস্করপুর, চক লক্ষ্মীপুর ব্যাঙের মোড় ও চক লক্ষ্মীপুর গ্রামের ৫৬২ বাড়িতে সোমবার রাতে এক কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়নের সংযোগ দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১-এর পরিচালক আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মমিনুল রহমান বিশ্বাস, গোপাল দেব শর্মা, মিজানুর রহমান, পরেশ চন্দ্র রায় প্রমুখ। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে সাব্বির (২) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার গাওদিয়া গ্রামের ফরহাদ হোসেনের পুত্র। জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গাঁওদিয়া গ্রামে ফরহাদের নিজ বাড়িতে শিশুপুত্র সাব্বির খেলার ছলে বাড়ির পাশে ডোবায় সকলের অজান্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে তার লাশ ডোবার পানিতে ভেসে উঠলে লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্বার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের চরধলেশ্বরী এলাকায় গরু ব্যবসায়ী নূর মোহাম্মদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, তিন লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৩টায়। বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, রাত ৩টার দিকে শীতলক্ষ্যা নদীর মোহনা দিয়ে ট্রলারযোগে ডাকাত দল এসে আমাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা আমার ছেলে মহসীন ও ভাগ্নেসহ আমাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও সোকেসের চাবি নিয়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, তিন লাখ টাকা, চারটি মোবাইল লুট করে নিয়ে যায়।
×