ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচন

ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলি ॥ পুলিশসহ আহত ৪২

প্রকাশিত: ০৪:০৭, ২৪ মে ২০১৭

ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলি ॥ পুলিশসহ আহত ৪২

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ মে ॥ রামগতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আটজন গুলিবিদ্ধ এবং চার পুলিশসহ ৪২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়খেরি ইউনিয়নের হাজীপাড়া জবিউল হক হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা মুজাস্বর বাড়ির দরজায় অস্থায়ী ভোটকেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চরআলগী ৭নং ওয়ার্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ভোট কারচুপির অভিযোগে দুটি কেন্দ্র নূরানী মাদ্রাসা ও চরআলগী ৭নং কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার পরে বড়খেরী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুজাস্বর বাড়ী দরজা নূরানীয়া মাদ্রাসা অস্থায়ী ভোটকেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী বেলাল তার সমর্থকদের নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়। বরিশালে তিন প্রার্থীর ভোট বর্জন স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ভোট কারচুপি, এজেন্ট বের করে দেয়া, ভোটারদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দেয়ার অভিযোগে জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার ও বিএনপির প্রার্থী এবং উজিরপুরের শিকারপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা করেছেন। মঙ্গলবার ভোট শুরুর পর সকাল দশটায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা করেন। সড়ক নির্মাণকাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলাসংলগ্ন প্রধান বাজারের রাস্তায় দীর্ঘদিন ধরে যানজট ও যানবাহন চলাচলের চাপ কমাতে পথচারীদের বহু কাক্সিক্ষত টঙ্গীবাড়ি বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটি ফেলে সড়কটির নির্মাণ উদ্বোধন করেন এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। সোনারং-টঙ্গীবাড়ি ইউপির চেয়ারম্যান লিটন মাঝির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহিদুল হক পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল প্রমুখ। হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ মে ॥ ভালুকা উপজেলার ধামশুর গ্রামে ভালুকা টু ধামশুর সড়কে হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার ঘণ্টাব্যাপী জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় শিক্ষার্থীরা সেøাগান দেয়, হয়রানির হাত থেকে বাঁচতে চাই, যৌন হয়রানি থেকে বাঁচতে চাই, যানজট হতে মুক্তি চাই, বাল্যবিবাহ হতে বাঁচতে চাই। তাৎক্ষণিক ব্যবস্থা চাই। এ সময় বক্তব্য রাখেনÑ স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, সামিউল ইসলাম, শফিকুল ইসলাম, ফাহমিদা বেগম, সেলিনা খাতুন, নাজমুন্নাহার, ফাতেমা আক্তার, হাজেরা খাতুন প্রমুখ।
×