ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক যুগ পর ঠাকুরগাঁও যুবলীগের সম্মেলন

প্রকাশিত: ০৪:০৬, ২৪ মে ২০১৭

এক যুগ পর ঠাকুরগাঁও যুবলীগের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ মে ॥ এক যুগ পর মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সমেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এমপি ও জেলা আ’লীগের সভাপতি দবিরুল ইসলাম, এমপি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান বাবুল, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার। পরে কাউন্সিল অধিবেশনে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হবে। সর্বশেষ ঠাকুরগাঁও জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর। ড. সোলায়মান ইউআইটিএসের উপাচার্য রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) আচার্য্য মোঃ আবদুল হামিদ ইউআইটিএসের উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে নিয়োগ দিয়েছেন। স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি বহু উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেন। তিনি বহু উল্লেখযোগ্য বৃত্তি ও ফেলোশিপ অর্জন করেন যার মধ্যে আমেরিকান ফুলব্রাইট ফেলোশিপ ও কমনওয়েলথ স্কলারশিপ উল্লেখযোগ্য। -বিজ্ঞপ্তি
×