ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে কবিরাজকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৫, ২৪ মে ২০১৭

বান্দরবানে কবিরাজকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৩ মে ॥ সদর উপজেলার হ্লাপাই মুখ এলাকায় থুইগ্যই মার্মা (৪৫) নামে এক কবিরাজকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে হ্লাপাই মুখ এলাকার নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শ্যালক ক্যটিমং মার্মা জানান, রাত সাড়ে ১০টার দিকে থুইগ্যই মার্মা নিজ বাসা থেকে টিভি দেখে বের হয়েছিলেন। এ সময় বাসার পাশে থাকা কয়েক প্রতিবেশী এবং রোয়াংছড়ির বেতছড়া এলাকা থেকে আসা একজন বাড়ির উঠানে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে দুলাভাইয়ের চিৎকার শুনে তার স্ত্রী ওয়াই ম্রা উ মার্মা ঘর থেকে ছুটে স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে তারা। নিহতের স্বজনদের হত্যাকাণ্ডের বিষয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিনাজপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, নবাবগঞ্জ উপজেলার দেবীপুর গ্রাম থেকে সাবিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক আছে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর। সোমবার রাত সাড়ে দশটায় ওই গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পুলিশ। সাবিনা দেবীপুর গ্রামের রেজওয়ান মিয়ার স্ত্রী ও ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সাইফুল ইসলাম ফুলোর মেয়ে। মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সোমবার রাতে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকা থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৬ বছর। সোমবার রাত ৮টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পিছনে একটি পরিত্যক্ত গোডাউন থেকে এই লাশটি উদ্ধার করা হয়। বগুড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ॥ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জের আমতলি মডেল স্কুলে মঙ্গলবার সকালে অভিভাবক সমাবেশ এবং জেএসসি ও পিইসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ বছর ২২ জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে স্কুল চত্বরে অনুষ্ঠিত সমাবেশ ও সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির। বক্তব্য রাখেন, এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উৎপাদক ব্যবস্থাপক হেলাল উদ্দিন, শিবগঞ্জ আদর্শ মহিলা কলেজের সভাপতি সৈয়দ মীর্জারুল আলম শাহজাদা চৌধুরী, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, অভিভাবকগণের পক্ষে বক্তব্য রাখেনÑ শাহাব উদ্দিন শিবলী প্রমুখ। উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার, স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও পরিচালক মীর মহরম আলী। অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা বাংলার লোকজ সংস্কৃতির জারি সারি পালাগান পরিবেশন করে। শিশু শিল্পরা নাচের তাল বাঙালীর ঐতিহ্যের জিনিসপত্রের প্রতীকী প্রদর্শন করে।
×