ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মেঘলার

প্রকাশিত: ০৪:০৩, ২৪ মে ২০১৭

১৩ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মেঘলার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ মে ॥ সাভারে নবম শ্রেণীর শিক্ষার্থী মেঘলার অপহরণের ১৩ দিনেও সন্ধান মেলেনি। ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ গ্রামের মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ মে সে অপহৃত হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপহৃত মেঘলা সাভার মডেল থানাধীন বিরুলিয়া গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। অপহৃতের বাবা জানান, বিরুলিয়া ইউনিয়নের রায়হান একই গ্রামে তার মামার বাড়ি থেকেই বড় হয়েছে। সে ওই এলাকার চিহ্নিত বখাটে যুবক। তার কাজ হলো মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা। এরপর কোন প্রভাবশালীর আশ্রয়ে গিয়ে মেয়ের বাবার থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা। তার মামা দীর্ঘদিন ধরেই তার ভাগিনাকে দিয়ে মেঘলাকে অপহরণের চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ১১ মে মেঘলা তার মামার বাড়ি আশুলিয়ার ঘোষবাগে বেড়াতে গেলে সেখান থেকে রায়হান ও তার মামা আবুল হোসেন, বিরুলিয়া গ্রামের মোবারক, অপুর সহায়তায় মেঘলাকে অপহরণ করে নিয়ে যায়। বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ মে ॥ মঙ্গলবার সকালে সদর উপজেলার কির্ত্তীপুর উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে কির্ত্তীপুর উচ্চ বিদ্যালয় এই সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কির্ত্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ মে ॥ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পিরোজপুর শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বিকেলে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেন। জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ কাজী মুজিবুর রহমান, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, স্কুলছাত্র এলিন খান প্রমুখ।
×