ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেমিনারে বক্তারা

নগরায়ন পরিকল্পনায় উন্নত দেশের মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রকাশিত: ০৮:২৬, ২৩ মে ২০১৭

নগরায়ন পরিকল্পনায় উন্নত দেশের মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ নগরায়ন ও আবাসন পরিকল্পনায় উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবেশবান্ধব সুশৃঙ্খল নগরায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষিজমি রক্ষায় গ্রাম পর্যায়ে একতলা বাড়ির ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সেখানে দুই থেকে তিন তলা বাড়ি নির্মাণ করা হলে কৃষিজমি রক্ষা হবে। নির্মাণ উপকরণে পোড়ামাটির ইটের ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে। ২০৩০ সালের মধ্যে ইটের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পরিবেশবান্ধব, টেকসই নগর ও আবাসন পরিকল্পনা শীর্ষক সেমিনার এবং মুক্ত আকাশ সম্মাননা-২০১৭ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট এ্যাসোসিয়েশন ও আবাসন শিল্পের একমাত্র পত্রিকা মুক্ত আকাশ এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনার শেষে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পেশাগত ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ৭ গুণীকে মুক্ত আকাশ সম্মাননা প্রদান করা হয়। চলতি বছরের মুক্ত আকাশ আজীবন সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিত্ব হলেন প্রকৌশলী এ কে এম রফিকউদ্দিন। এছাড়া মুক্ত আকাশ লেখক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ প্রকৌশলী আবুল ফরাজ খান, প্রকৌশলী মেজর জেনারেল (অব) মোঃ আব্দুল কাদির, প্রকৌশলী মোঃ ইব্রাহিম, প্রকৌশলী জি এম এম কামাল পাশা ও প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন নগর উন্নয়ন অধিদফতরের পরিচালক ড. এ কে জেড হোসেন তৌফিক।
×