ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাওয়া হয়ে ঢাকা খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু

প্রকাশিত: ০৮:০৪, ২৩ মে ২০১৭

মাওয়া হয়ে ঢাকা খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার ॥ মাওয়া হয়ে প্রথমবারের মতো ঢাকা-খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করল বিআরটিসি ও গ্রীনলাইন পরিবহন। সোমবার সকাল সাড়ে সাতটায় কমলাপুরে বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনালে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান। এর ফলে এখন মাত্র ১০ ঘণ্টায় যাওয়া যাবে কলকাতা। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান বলেন, মাওয়া হয়ে এটাই প্রথম কলকাতার সঙ্গে চালু হওয়া বাস সার্ভিস। বিআরটিসির চেয়ারম্যান বলেন, ২০১৯ সাল নাগাদ পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলের পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুর ওপর দিয়ে এই গাড়ি চললে খুব কম সময়ে যাতায়াত করা যাবে। যার অপারেটর হিসেবে রয়েছে গ্রীনলাইন পরিবহন। অনুষ্ঠানে জানানো হয়, গ্রীনলাইন পরিবহন ও বিআরটিসির যৌথ উদ্যোগে একদিন পর পর বাসটি ঢাকা-কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করবে। খুলনা থেকেও বাসটি যাত্রী নেবে। অর্থাৎ খুলনার যাত্রীরাও এই বাসে কলকাতা যাবার সুযোগ পাবেন। অনুষ্ঠানে জানানো হয়, বাসটি ঢাকা থেকে মাওয়া ফেরি পার হয়ে যাবে মাত্র আড়াই ঘণ্টায়। আর রাজধানী থেকে আট ঘণ্টা লাগবে খুলনা সীমান্ত পর্যন্ত পৌঁছতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা যাবে। প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে সাতটায় কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে যাবে বাস। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ব। রাত আটটার দিকে বাসটি ঢাকায় এসে পৌঁছবে।
×