ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের দ্রুত পদক্ষেপ পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র ফিরে পেলেন সৈকত মিত্র

প্রকাশিত: ০৭:৫০, ২৩ মে ২০১৭

পুলিশের দ্রুত পদক্ষেপ পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র ফিরে পেলেন সৈকত মিত্র

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় এসে পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্রসহ হ্যান্ডব্যাগ হারিয়ে বিপাকে পড়েছিলেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি ফিরে পান। ব্যক্তিগত সফরে সম্প্রতি ঢাকায় এসে । শনিবার রাতে গুলশান ২ নম্বরে একটি পার্টি সেন্টারের কাছে ভুলে নিজের হ্যান্ডব্যাগটি সিএনজিচালিত অটোরিক্সায় রেখে নেমে যান সৈকত মিত্র। তিনি বিষয়টি ভারতীয় হাইকমিশনকে অবহিত করেন। হাইকমিশনার রাতেই হ্যান্ডব্যাগ উদ্ধারে পুলিশের সহায়তা চান। গভীর রাতে মিরপুর থেকে হ্যান্ড ব্যাগসহ অটোরিক্সাটি গুলশান থানায় নিয়ে সৈকত মিত্রের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়ার নিজের পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ দ্রুত হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ জানান, ভারতীয় হাইকমিশন থেকে জানার পর সিএনজিটি উদ্ধারে তৎপরতা চালানো হয়।
×