ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীর কর্মসংস্থানে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০৭:৪৯, ২৩ মে ২০১৭

নারীর কর্মসংস্থানে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য যা করেছে তা বিগত কোন সরকার করেনি। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য যা কিছু করণীয় তা বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, সরকার উন্নয়নে বিশ^াসী। দেশকে উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে সরকার নানামুখী উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের যাবতীয় উন্নয়ন প্রচার করতে হবে। সোমবার দুপুরে উপজেলার বাজুবাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতার সঞ্চালনা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের ৮ বছরে যে সকল উন্নয়ন হয়েছে তা জনগণের মাধ্যমে সকল নারী সদস্যসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে প্রচার করার আহ্বান জানান। সেই সঙ্গে সকল ভেদাভেদ ভুলে ১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আক্তার জাহান। বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন ও রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
×