ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তক নিখুঁতভাবে ছাপার নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০৭:৪২, ২৩ মে ২০১৭

পাঠ্যপুস্তক নিখুঁতভাবে ছাপার নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ নিখুঁত পাঠ্যপুস্তক ছাপার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ একটি বিশাল কার্যক্রম। এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে বই পৌঁছে দিতে চাই। এর কোন ব্যত্যয় করা যাবে না। এখানে ব্যর্থতার কোন সুযোগ নেই। সোমবার এনসিটিবি মিলনায়তনে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীর এবং এনসিটিবির সদস্য অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
×