ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেটে প্রতিবন্ধীদের জন্য রিসোর্স সেন্টার স্থাপনে বরাদ্দ রাখা হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৪, ২৩ মে ২০১৭

বাজেটে প্রতিবন্ধীদের জন্য রিসোর্স সেন্টার স্থাপনে বরাদ্দ রাখা হবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটে প্রতিবন্ধীদের জন্য বিভাগীয় শহরে রিসোর্স সেন্টার স্থাপনে বরাদ্দ রাখা হবে। একই সঙ্গে প্রতিবন্ধী শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বাজেট রাখার সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানানো হয়। ওই সময় আগামী ২০১৭-১৮ সালের বাজেটে প্রতিবন্ধীদের জন্য ৬ হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। তবে এ বরাদ্দ শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয় নয়, মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দের দাবি করেছে সংগঠনটি। অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, মুন্নু জান সুফিয়ান এমপি, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মোহাঃ রজব আলী খান নজিব ও সাধারণ সম্পাদক ড. সেলিনা আখতারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে লিখিত প্রস্তাবনায় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ প্রদানসহ ৬ হাজার নয়শত বিরানব্বই কোটি টাকা বরাদ্দের দাবি জানান ড. সেলিনা আখতার। এছাড়া সরকারী চাকরির কোটা নিশ্চিতকরণ ও বেসরকারী চাকরিদাতাদের কর রেয়াত সুবিধা প্রদান, কর্মীজীবী হোস্টেলে কোটা সংরক্ষণ, বিভাগী শহরে রিসোর্স সেন্টার স্থাপন, কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান ফ্যামিলি কেয়ার, বাংলা ইশারা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বাস ও রেলে বিশেষ কোটা সংরক্ষণসহ প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো দাবি করেন।
×