ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ মে ২০১৭

কুমিল্লায় বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ মে ॥ কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা ক্লাব মিলনায়তনে দুই দেশের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে দুপুরে কুমিল্লা ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। সম্মেলনে দুই দেশের সীমান্তের চোরাচালান, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে ব্যবস্থাপনাসহ গোমতী নদীর পানি বণ্টন, সীমান্ত পিলার মেরামত, মৃতদেহ হস্তান্তর, রোগী যাওয়া-আসা, ব্রাহ্মণবাড়িয়া জেলার চার শ’ মিটার দীর্ঘ ড্রেনেজ খনন, কালভার্ট নির্মাণ, আখাউড়ার মরাগাং খালের পানি সরবরাহ, আখাউড়া ও হবিগঞ্জ স্থলবন্দর এবং ভারতের পাহাড়মুড়া স্থলবন্দরে ভিসা অফিস চালু করা, আগরতলা-আখাউড়া রেললাইনসহ সীমান্তবর্তী বাসিন্দাদের আত্মীয়-স্বজনসহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকগণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা, সিপাহীজ্বালা ও খোয়াই জেলার জেলা ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করেছেন। এতে বাংলাদেশের পক্ষে ৪ জেলার ২৯ প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন এবং ভারতের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজ্বালার জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, ভারত ও বাংলাদেশের ডিসি-ডিএম যৌথ সীমান্ত সম্মেলনে দুটি দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত তৈরির প্রতিচ্ছবি। আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ শমসের আলীকে (৫৩) অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান শমসের আলী বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম জিয়া হায়দারের আদালতে হাজির হয়ে অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। সমাজসেবা অধিদফতরের করা মামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শেখ শমসের আলীকে কারাগারে পাঠালো আদালত। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। চেয়ারম্যান শেখ শমসের আলী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রসঙ্গত, ১৯ মার্চ ইউনিয়নের ৯৭৭ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা বিতরণে দুই থেকে তিন শ’ টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা তদন্তে নেমে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান।
×