ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রকৃতির প্রতি সহিংসতা বন্ধের দাবি

প্রকাশিত: ০৬:৩২, ২৩ মে ২০১৭

রাজশাহীতে প্রকৃতির প্রতি সহিংসতা বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে রাজশাহীতে প্রকৃতির প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত কর্মসূচী থেকে প্রাণ প্রকৃতির প্রতি সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসবে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষাকেন্দ্র (বিইসিডিপিসি) এবং বরেন্দ্র অঞ্চলের জনসংগঠনগুলো যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এর আগে নগরীর বড়কুঠি পদ্মাপাড় থেকে একটি র‌্যালি বের করা হয়। মানববন্ধন কর্মসূচী থেকে বলা হয়, বাংলাদেশ নানা বৈচিত্র্যের দেশ। এর মধ্যে আলাদা বৈশিষ্ট সম্পন্ন বরেন্দ্র অঞ্চল। দেশের ৪৫ জাতিসত্তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি বসবাস এ অঞ্চলে। কিন্তু দিনে দিনে নানা কারণেই বরেন্দ্রের বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাণের সঙ্গে, মাটির সঙ্গে ও সংস্কৃতির সঙ্গে সহিংসতা বেড়েই চলেছে। এ কারণে এ অঞ্চল থেকে ক্রমেই নানা জাতের পাখ-পাখালি ও বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তৃর্ণগুল্ম দিনে দিনে কমে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে উদ্ভিদসহ নানা প্রাণ বৈচিত্র্য। মানববন্ধন কর্মসূচী থেকে প্রাণ প্রকৃতির প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। যশোরে ছেলের হাতে মায়ের প্রেমিক খুন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় কথিত প্রেমিকার ছেলের হাতে খুন হয়েছেন ফিরোজ (৩৫)। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা সন্দিগ্ধ নারীকে রাতেই পুলিশ আটক করেছে। নিহত ফিরোজ ঝিকরগাছা শহরের পঞ্চনগর এলাকার মৃত হেমায়েত আলী দফাদারের ছেলে। রবিবার রাত সাড়ে ১০টার পর বারাকপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে জানা গেছে, বারাকপুরের মালয়েশিয়া প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী পারুল বেগমের সঙ্গে ফিরোজের পরকীয়া ছিল। রাতে ওই বাড়িতে পারুলের ছেলে আরাফাত রহমান অন্তরের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ফিরোজ। অন্তর পালিয়েছে। পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে তাকে এই মামলায় আটক করা হয়। নিহত ফিরোজ বিবাহিত ও তিন সন্তানের জনক। চাঁদপুরে হত্যার দায়ে মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২২ মে ॥ চিতোষী এলাকায় মনির হোসেনকে হত্যার দায়ে সাধন হোসেন কাজীকে মৃত্যুদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুর ১টায় জেলা ও দায়রা জজ মোঃ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। সাধন হোসেন হাজীগঞ্জ উপজেলার কাঁঠালী (দিঘীরপাড়) বেপারি বাড়ির মৃত বেনু কাজীর ছেলে। নিহত মনির হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারি বাড়ির মৃত নুর মিয়া বেপারির ছেলে। উল্লেখ্য ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে সাধন মনির হোসেনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
×