ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকত ভাগাড়ে পরিণত হচ্ছে

প্রকাশিত: ০৬:৩২, ২৩ মে ২০১৭

কুয়াকাটা সৈকত ভাগাড়ে পরিণত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ মে ॥ কুয়াকাটা সৈকতের লেম্ফুরচর দর্শনীয় স্থানটি পর্যটক-দর্শনার্থীর কাছে আকর্ষণীয়। কিন্তু এ সৈকতটির বেলাভূমে ময়লা-আবর্জনায় একাকার হয়ে যাচ্ছে। সৈকতে পড়ে থাকছে বিভিন্ন ধরনের কোমল পানির খালি বোতল। নৌকা মেরামতের কাজে ব্যবহৃত আলকাতরার বর্জ্যসহ বিভিন্ন আবর্জনা। প্লাস্টিকের বোতলের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের বর্জ্য। সৈকত ভাগাড়ে পরিণত হয়েছে। ব্যবসায়ীসহ জেলেরা সৈকতের ওই স্পটকে এমন নোংরা বানিয়েছে। বীচের সর্বত্র খুটা পুঁতে রাখা হয়েছে। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক-দর্শনার্থী লেম্ফুরচরের বেলাভূমে গিয়ে ঘুরে বেড়ায়। দেখে বনের সৌন্দর্যম-িত ছাঁয়াঘেরা দৃশ্য। সবুজ অরণ্যের কোল ঘেঁষে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। যেখানে মাছসহ কাঁকড়া ফ্রাই করে খাওয়ার সুযোগ রয়েছে। আন্ধারমানিক নদী যেখানে মিলেছে সাগরে সেই মোহনার উল্টোদিকের ফাতড়ার বনাঞ্চল দূর থেকে দেখার সুযোগ রয়েছে এখানে দাঁড়িয়ে। কিন্তু সৌন্দর্যম-িত স্বচ্ছ-নির্মল বেলাভূমে এখন ময়লা-আবর্জনার আস্তরনে ঢেকে গেছে। এখনই এসব বর্জ্য অপসারণে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পর্যটকরা স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটি কিংবা কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদ এসব দেখভাল করার কথা। কিন্তু কেউ কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবিএম সাদিকুর রহমান কুয়াকাটা সৈকতের ওই স্পট ময়লা-আবর্জনা মুক্ত করার কথা জানান। গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ মে ॥ সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার গোপালপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার শত শত শিশু, নারী, পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ আনোয়ারুল ইসলাম, চানদু মিয়া, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সদরের গোপালপুর গ্রামের হারুন মিয়া দীর্ঘদিন ধরে তার বাড়িতে জিকিরের নামে গাঁজার আসর বসায়। গত শুক্রবার অনেকের সঙ্গে মাইশা পাগলাও ওই আসরে অংশ নেয়। শুক্রবার হারুনের প্রতিবেশী সাড়ে ৩ বছরের এক দিনমজুর কন্যাকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী শ্মশানঘাটে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার পরপরই মাইশা পাগলা হারুন ও এলাকার দু-একজনের সহায়তায় পালিয়ে যায়। অসুস্থ শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণ চেষ্টাকারী মাইশা পাগলা ও সহায়তাকারীদের শাস্তির দাবি জানান।
×