ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুনের মামলা তদন্তে ওমান যাওয়ার অনুমতি পেল না পিবিআই

প্রকাশিত: ০৬:০৫, ২৩ মে ২০১৭

খুনের মামলা তদন্তে ওমান যাওয়ার অনুমতি পেল না পিবিআই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মধ্যপ্রাচ্যের ওমানের বারাকা শহরে সংঘটিত এক বাংলাদেশী নাগরিক খুনের মামলা তদন্তে সে দেশে যাবার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। কিন্তু ওমান সরকারের অনুমতি না মেলায় যেতে পারছে না তিন সদস্যের তদন্ত দল। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, তাদের তদন্তে যে তথ্য প্রমাণ মিলেছে তা-ই ব্যবহার করতে পারবে বাংলাদেশের সংস্থা। পিবিআই সূত্রে জানা যায়, বিশেষ পুলিশ সুপার জুলফিকার আলী চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ওমান যাওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছিল। এ নিয়ে ঢাকাস্থ ওমান দূতাবাসের সঙ্গে যোগাযোগ হলে তাদের মনোভাবও ইতিবাচক ছিল। কিন্তু শেষ পর্যন্ত পিবিআই টিমের সে দেশে যাবার অনুমতি মেলেনি। ভিসা ইস্যুতে আপত্তি না থাকলেও মামলা তদন্তের অনুমতি পাওয়া যায়নি। আর তদন্ত কাজ পরিচালনা করা সম্ভব হবে না বিধায় পিবিআই টিমও ওমানে যাচ্ছে না। ২০১৫ সালের ১৫ অক্টোবর ওমানের বারাকা শহরে নির্মমভাবে খুন হন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে রাশেদুল হক (৩০)। তিনি ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।
×