ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ দিনে দু’বার এভারেস্ট জয়

প্রকাশিত: ০৬:০১, ২৩ মে ২০১৭

৭ দিনে দু’বার এভারেস্ট জয়

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জীবনে একবার জয় করতে পারাটা পর্বতারোহীদের জন্য আজীবনের স্বপ্ন। কিন্তু একবার নয়, এক সপ্তাহের কম ব্যবধানে দু’বার এভারেস্ট জয় করে সবাইকে তাক লাগিয়ে গিনেস বুকে নাম তুলেছেন ভারতের পর্বতারোহী আনশু জামসেনপা। ৩৭বছর বয়সী এ নারী দুই সন্তানের জননী। এভারেস্টের চূড়ায় তিনি একবার উঠেন গত ১৬ মে। এরপর গত ২১ মে তিনি আবারও সেটি জয় করেন ভারতের অরুণাচল প্রদেশের এ পর্বতারোহী। নেপালী কর্তৃপক্ষ বিষয়টি সোমবার নিশ্চিত করে। আনশু জানসেনপা যে সময়টিতে দুইবার এভারেস্ট জয় করলেন, সে সময় এভারেস্ট অভিযানে গিয়ে তিনজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। হিমালয়ের তিব্বতীয় অংশে একজন অস্ট্রেলীয় পর্বতারোহী এবং নেপালের অংশে দুইজন পর্বতারোহী মারা যায়। ভারতের পর্বতারোহী আনশু জানসেনপা এর আগেও পরপর দু’বার এভারেস্ট জয় করেছেন। কিন্তু তখন সেটি ছিল ১০ দিনের ব্যবধানে। সর্বশেষ দুবার এভারেস্ট বিজয় করার মাধ্যমে তিনি এ নিয়ে মোট পাঁচবার এভারেস্টে উঠলেন। এর আগে নেপালের একজন পর্বতারোহী ২০১২ সালে এক সপ্তাহের ব্যবধানে দু’বার এভারেস্ট জয় করেন। আনশু জানসেনপার স্বামী সেরিং ওয়ানগা জানিয়েছেন, তার স্ত্রী সময় চাইতেন পরপর দুবার এভারেস্ট জয় করতে। ২০১৪ সালে আনশু জানসেনপা একবার এ চেষ্টা করলেও তুষার ঝড়ের কারণে সফল হতে পারেননি। এছাড়া ২০১৫ সালে একবার তিনি পরিকল্পনা করেছিলেন। কিন্তু নেপালে ভূমিকম্পের কারণে সেটি সম্ভব হয়নি। -বিবিসি অবলম্বনে
×