ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোটেল রেইন ট্রির এমডিকে শুল্ক গোয়েন্দা দফতরে যেতে হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ মে ২০১৭

হোটেল রেইন ট্রির এমডিকে শুল্ক গোয়েন্দা দফতরে যেতে হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বনানীর হোটেল রেইন ট্রি কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা বিভাগের তলবি নোটিশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে রেইন ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হতেই হচ্ছে। ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে করা আবেদন শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান। এর আগে দুপুরে বনানীর হোটেল রেইন ট্রি কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা বিভাগের তলবি নোটিশ এক মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। একই সঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিল আদালত। রেইন ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হতে ওই নোটিশ দেয়া হয়েছিল। সোমবার বিচারপতি হাইকোর্টের জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রেইন ট্রি হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। এর আগে গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইন ট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে ২৩ মে হাজির হয়ে তার হোটেলে পাওয়া মদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন। গত ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকারের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। আদালতে দেয়া জবানবন্দীতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেয়া হয়। সেখানে তারা ধর্ষণের শিকার হন। পরে রবিবার রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এগুলো উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেনি। অবৈধভাবে এগুলো রাখার দায়ে হোটেলটির মালিকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
×