ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ মে ২০১৭

মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২২ মে ॥ একাত্তরে মুক্তিযুদ্ধকালে গৃহে অগ্নিসংযাগ, হত্যা, লুটপাট, নারীদের ইজ্জতহানিসহ একাধিক অভিযোগে পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করা হয়েছে। রবিবার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুজ্জামানের আদালতে এ মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান আবু। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন কমান্ডার আবদুল মান্নান হাওলাদারের ভাই আঃ রাজ্জাক, বোন জামাতা (ভগ্নিপতি) হযরত আলীসহ ৪ থেকে ৫ জন খাকি পোশাকধারী এবং সাদা পোশাকধারী অজ্ঞাত ৫ থেকে ৭ জন। মামলা পরিচালনাকারী সুপ্রীমকোর্টের আইনজীবী মনোজকুমার কীর্তনিয়া মিন্টু বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নম্বর সিআর ১২২/১৭। তিনি আরও বলেন, মামলাটি আদালতে দাখিল করার পর বিচারক দীর্ঘক্ষণ আইনী পর্যালোচনা শেষে বিকেলে এ আদেশ দেন। মামলার বাদী মিজানুর রহমান আবু বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচারের জন্যই এ মামলা করেছি। আশা করছি আদালত আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ রিয়াজ হোসেন বলেন, বিচারক মামলাটি দীর্ঘক্ষণ আইনী পর্যালোচনা শেষে আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন। আদালতের আদেশ মোতাবেক খুব দ্রুত পাঠানো হবে।
×