ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডা. আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৯, ২৩ মে ২০১৭

ডা. আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল্লাহর ওপর ন্যক্কারজনক হামলা ও মামলার প্রতিবাদে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কলেজ ও হাসপাতালের প্রশাসক ডাঃ মেন্ডি সিকদারের ও নেতৃত্বে সোমবার বেলা ১২টা ৩০ মিনিটে ধানমন্ডিস্থ জেড এইচ সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধনে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল চিকিৎসক, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে মামলা থেকে ডাঃ এ বি এম আবদুল্লাহর নিঃশর্ত অব্যাহতি দাবি করেন। তারা প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের শাস্তি দাবি করেন। -বিজ্ঞপ্তি পাঁচ ডলারে সৌরবাতি পাঁচ মার্কিন ডলার মূল্যের ছোট সৌরবাতি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনভেন্টিড। আফ্রিকান দেশগুলোর জন্য এ সস্তা সৌরবাতি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এটির উৎপাদন শুরু করতে চীনা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ইনভেন্টিড। চীনের ইয়ংলি এবং দাতব্য স্বংস্থা সোলার এইডের সঙ্গে মিলে সৌরবাতিটি উদ্ভাবন করা হয়। -বিবিসি কম্পিউটার নষ্ট হওয়ায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের একটি কম্পিউটার অকেজো হয়ে পড়ায় সেটি পরিবর্তন করতে মঙ্গলবার জরুরী ভিত্তিতে মহাকাশ কেন্দ্রের বাইরে বিচরণ করতে নামার কথা রয়েছে দুই নভোচারীর। শনিবার সিস্টেমের প্রাথমিক ডিভাইসটি অকেজো হয়ে পড়ে। ফলে, ১০০ বিলিয়ন ডলার মূল্যের এই মহাকাশ কেন্দ্রের সৌরশক্তি ব্যবস্থা, রেডিয়েটরস, কুলিং লুপ এবং অন্যান্য যন্ত্রাংশে নির্দেশ দিতে ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হচ্ছে তাদের। -বিজনেস ইনসাইডার
×