ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাসসুল ইসলাম

প্রকাশিত: ০৪:২৭, ২৩ মে ২০১৭

এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাসসুল ইসলাম

গত ১৮ মে এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাসসুল ইসলাম। এর আগে তিনি এবি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জনাব ইসলাম ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। -বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জেনারেল ইলেক্ট্রিক অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোসহ ব্যবসায়িক কার্যক্রম আরও বাড়াতে চায় প্রযুক্তি ও বিনোদন সেবাদানকারী মার্কিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেক্ট্রিক (জিই)। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতকালে কোম্পানির দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও বনমালী আগরওয়ালা এ কথা জানান। স্বীকৃতি পেল সিটি অর্থনৈতিক অঞ্চল দেশের ১৪তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স পেল ‘সিটি অর্থনৈতিক অঞ্চল’। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করলে আগামী এক বছর সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেয়া হবে। ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে (বেজা)। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত চার হাজার কোটি মার্কিন ডলার রফতানি আয় করতে পারবে বাংলাদেশ। দেশের ১৪তম বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে সনদ হস্তান্তর করে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ-অদক্ষ তিন হাজার কর্মসংস্থান এবং পরবর্তী পাঁচ বছরে ১৮ হাজার কর্মসংস্থান তৈরি সম্ভব। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান এ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এ্যাটকো)-এর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে সভাপতি সালমান এফ রহমান, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল বাবু এবং সহ-সভাপতি হিসেবে আরিফ হাসান নির্বাচিত হয়েছেন। রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে এ্যাটকোর ১৫ পরিচালকের মধ্যে ১৪ জন সরাসরি মনোনয়ন জমা দেন। এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান সভাপতি এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সিনিয়র সহ-সভাপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর দেশটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হন। এ্যাটকোর এ কমিটি আগামীতে টেলিভিশন মালিকদের সংগঠনের নেতৃত্ব দেবে এবং এ সেক্টরে সফলতার স্বাক্ষর রাখবে বলে জানায় এ্যাটকোর প্রথম নির্বাচিত কমিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×