ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীন ও ইউরোপে যাচ্ছে রাজশাহীর আম

প্রকাশিত: ০৪:২৬, ২৩ মে ২০১৭

চীন ও ইউরোপে যাচ্ছে রাজশাহীর আম

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী থেকে এবার বিষমুক্ত প্রায় ১০০ টন আম যাচ্ছে চীন ও ইউরোপে। এ কারণে বাগান বাছাই করে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে আম। গত বছর ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা রাজশাহীর ৩০ মেট্রিক টন আম বিদেশে রফতানি করা হলেও এবার ১০০ মেট্রিক টন আম রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী জানান, গত বছর ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা রাজশাহীর ৩০ মেট্রিক টন আম বিদেশে রফতানির পর এবার ১০০ মেট্রিক টন আম রফতানি যোগ্য করতে ব্যাগিং পদ্ধতিতে চাষ করা হয়েছে। রাজশাহীতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ পদ্ধতিতে আম চাষ করলে কীটনাশকের ব্যবহার প্রয়োজন হয় না। ফলে সম্পন্ন বিষমুক্ত আম পাওয়া যায়। দেব দুলাল আরও বলেন, ২০১৫ সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে এ পদ্ধতিতে পরীক্ষামূলক আম চাষ শুরু হয়। আমের বয়স যখন ৪০ থেকে ৪৫ দিন তখন ফ্রুট ব্যাগিং করতে হয়। এরপর থেকে আমে কোন ধরনের কীটনাশক স্প্রে করতে হয় না। জেলার পবার হরিপুরের কসবার বাগান মালিক নাসির উদ্দিন জানান, গত বছর থেকে তার বাগানে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা হচ্ছে। আবদুর রশিদের ছেলে ড. সরফুদ্দিন গত বছর পরীক্ষামূলকভাবে বাগানে এই পদ্ধতি নিয়ে আসেন। এতে স্বাভাবিক বাজারের চেয়ে অনেক বেশি দামে আম বিক্রি হয়। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বেড়ে উঠে আম। আমের সময়ই ঝড় বেশি হয়ে থাকে। আমে ফ্রুট ব্যাগিং থাকলে অনেক আম রক্ষা পায়। এরপরেও আম ডালে ডালে আছাড় খেয়ে নষ্ট হয় না। ড. সরফুদ্দিন বলেন, আম রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এই ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আমচাষ করলে রোগবালাই না থাকায় ফলন অনেক বেশি হয়। তিনিই রাজশাহীতে আমচাষে ব্যাগিং পদ্ধতি প্রথম চালু করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, রাজশাহীতে এবার আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এ মৌসুমে ২ লাখ মেট্রিক টনের বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছর উৎপাদন ছিল ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী জেলায় আমের বাগান রয়েছে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে। এবার আম এসেছে ১ লাখ ২৬ হাজার ৪৮০ গাছে। সরকারী নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ মে থেকে প্রথম পর্যায়ে গোপালভোগ আম নামানো শুরু হবে। তবে ইতোমধ্যেই আগাম জাতের কিছু পাকা আম নামানো শুরু হয়েছে বলে জানান তিনি।
×