ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের চাঁদা গ্রহণ শুরু ৩০ মে

প্রকাশিত: ০৪:২৪, ২৩ মে ২০১৭

আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের চাঁদা গ্রহণ শুরু ৩০ মে

বে-মেয়াদি আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণ শুরু আগামী ৩০ মে। এর আগে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৩তম নিয়মিত সভায় এই প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়। সূত্র মতে, মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করা যাবে। ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসাবে রয়েছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মিহাজ কামাল খান পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঘোষণা অনুযায়ী মিহাজ কামাল খান কোম্পানির ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। উল্লেখ্য, এ উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×