ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবির হল থেকে এইচএসসির ১শ’ উত্তরপত্র উদ্ধার

প্রকাশিত: ০৩:০৪, ২২ মে ২০১৭

রাবির হল থেকে এইচএসসির ১শ’ উত্তরপত্র উদ্ধার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের এক ছাত্রীর কাছ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ১শ’ উত্তরপত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেল ৫টার দিকে হলের গণরুম থেকে এসব উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে উত্তরপত্রগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এক শিক্ষক ইসলামের ইতিহাস কোর্সের উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব পায়। ওই উত্তরপত্রগুলোর কোড-২৬৮। কিন্তু তিনি ওই উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেয়। মাসুদ তার কোচিং-এ কর্মরত রাবি ছাত্রকে সেগুলো দেয়। ওই ছাত্র তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে ওই ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেন প্রক্টর। এরপর সেখানে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার আসেন। পরে সোয়া ছয়টার দিকে তারা হল থেকে বের হয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে আমরা ওই হলে যাই। সেখানে গণরুমের মেঝে থেকে পরিত্যাক্ত উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে সেগুলো রাজশাহী বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্দিষ্ট কোনও ছাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়নি বলে তিনি দাবি করেন। জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, সেখানে পরিত্যাক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১শ’ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। কীভাবে ও কাদের মাধ্যমে সেখানে এই উত্তরপত্রগুলো গেল সেটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
×