ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আইসক্রীম ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ০২:৫৯, ২২ মে ২০১৭

মাদারীপুরে আইসক্রীম ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে ৪টি আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭৫হাজার টাকা জরিমান করেছে মাদারীপুর র‌্যাব-৮। র্নিবাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে আজ সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার রাজদী পানের হাট বাজারে মীম আইসক্রীম, নিউ পোলার আইসক্রীম, নিউ কোয়ালিটি আইসক্রীম ও রুচী আইসক্রীম নামের চারটি ফ্যাক্টরিতে অভিযান চালায় মাদারীপুর র‌্যাব। এসময় তাদের বৈধ লাইসেন্স না থাকা, ব্যাবহৃত মালামালের ডেট না থাকা নোংরা পরিবেশ ও সাধারন জগনের সাথে প্রতারনা করার অপরাধে চারটি ফ্যাক্টরির মালিকদের মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এব্যারে র্নিবাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন বলেন এরা বিভিন্ন কোম্পানির লোগো ব্যাবহার করেন যার কোন অনুমতি নাই, মেয়াদ ফেল মালামাল ব্যাবহার, নোংরা পরিবেশ এর কারনে জারা এ আসক্রীম খাবে তারা অসুস্থ হয়ে পড়বে তাই তাদের এ জরিমানা করা হয়েছে।
×