ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকতে মৃত শত শত পোটকা মাছ

প্রকাশিত: ০২:৫৩, ২২ মে ২০১৭

কুয়াকাটা সৈকতে মৃত শত শত পোটকা মাছ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সৈকতের বেলাভূমে মরা পোটকা মাছের দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীর ভোগান্তি হচ্ছে। সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের চিংড়ি ধরার জালে আটকা পড়ে প্রতিদিন মারা পড়ছে হাজার হাজার পোটকা মাছ। জালে আটকে এসব মাছ মরে যাচ্ছে। জেলেরা জাল থেকে ফেলে দিচ্ছে সাগরে। জোয়ার-ভাটার টানে মরা পোটকা মাছ ভেসে আটকে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমে। যা পচে-গলে গন্ধ ছড়াচ্ছে। ফলে পর্যটকরা চরম বিপাকে পড়ছেন। স্বাচ্ছন্দে সৈকতে বেড়াতে পারছেন না। কুয়াকাটা সৈকতের ঝাউ বাগান, লেম্ফুর বন, গঙ্গামতি সৈকতের বেলাভূমে এমনসব দৃশ্য দেখা গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজারো পোটকা মাছ। অধিকাংশই প্রচন্ড তাপদাহে গলে-পচে উৎকট দুর্গন্ধময় করে তুলছে চারপাশের পরিবেশ। পঁচা গন্ধে পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমনের অন্তরায় হয়ে পড়েছে। আবার তাজা মাছও ভেসে আসছে। যা কেউ খেয়ে বিষে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শঙ্কা রয়েছে। জেলে ছলেমান হাওলাদার জানান, প্রতিদিন দুইবার জোয়ারে এসব মাছ ভেসে আসছে কিনারে। ভাটার সময় পানি নেমে গেলেও মরা মাছ গুলো আটকে থাকছে। সকলের মন্তব্য এসব অপসারণে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পটেট্রাডোন কাডকুটিয়া প্রজাতির এসব পোটকা মাছ খুব বিষাক্ত। এদের ফুলকার কাছে যে বিষের থলি রয়েছে তা সায়ানাইডের চেয়েও উচ্চ ক্ষমতার বিষাক্ত। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, বিষয়টি তিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
×