ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংকের সব শাখায় ইন্টারনেট সংযোগ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০২:৫১, ২২ মে ২০১৭

ব্যাংকের সব শাখায় ইন্টারনেট সংযোগ দেয়ার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এই বছরের মধ্যেই দেশের সব ব্যাংকের প্রত্যেক শাখায় ইন্টারনেট থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি ব্যাংককে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালুর ব্যবস্থা নিতে হবে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় ইলেক্ট্রনিক লেনদেন ব্যবস্থায় গ্রাহকের অংশগ্রহণ সহজ করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেমের ব্যবহার তরান্বিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। দেশের পেমেন্ট, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমকে আধুনিক, নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের কার্যক্রম শুরু করে।
×