ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুনিকে ইউনাইটেড ছাড়ার পরামর্শ

প্রকাশিত: ০২:২৯, ২২ মে ২০১৭

রুনিকে ইউনাইটেড ছাড়ার পরামর্শ

অনলাইন ডেস্ক ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফিল নেভিল। ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি ম্যানচেস্টার ইউনাইটেডে যেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেটি মেনে নিতে পারছেন না এই সাবেক ফুটবলার। যে কারণে রুনিকে ম্যানইউ ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন রুনি। তবে বাজে ফর্ম ও ইনজুরির কারণে মৌসুমের অনেকটা সময়ই বেঞ্চে কাটাতে হয় ইংল্যান্ডের নাম্বার টেনকে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রায় পুরো সময়ই খেলেছিলেন রুনি। তবে বুধবার ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সের বিপক্ষে প্রথম একাদশে রুনির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার ৮৮তম মিনিটে রুনিকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী অ্যাঙ্গেল গোমেজকে মাঠে নামান কোচ হোসে মরিনহো। রুনিকে পাওয়ার জন্য তার সাবেক ক্লাব এভারটন আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবও ইংলিশ স্ট্রাইকারের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে বসে আছে। নেভিল মনে করেন, রুনির ম্যানইউ ছাড়ার এটাই সেরা সময়। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নেভিল বলেছেন, ‘আপনি আশা করতে পারেন সে ক্লাব ছাড়বে না। কিন্তু যেভাবে মৌসুমটি গেল, বিশেষ করে ক্রিসমাসের পর তাকে অধিকাংশ ম্যাচেই একাদশে জায়গা দেয়া হয়নি। সে বড় ম্যাচে খেলতে চায়। কিন্তু বুধবার (ইউরোপার ফাইনালে) তাকে প্রথম একাদশে দেখলেই বরং আমি আশ্চর্যান্বিত হবো। যদি সে শীর্ষ পর্যায়ে সপ্তাহের শুরু এবং শেষের ম্যাচগুলোতে টিম শিটের প্রথম দিকেই তার নাম দেখতে চায় তবে তাকে ম্যানইউ ছেড়ে অন্য কোথাও খেলতে হবে।’
×