ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মায়েদের ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত: ০১:৫৩, ২২ মে ২০১৭

মাদারীপুরে মায়েদের ওরিয়েন্টেশন সভা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সোমবার সদর উপজেলার পূর্ব রাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স গ্র“পের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে ভূমিকা’ শীর্ষক মায়েদের ওরিয়েন্টেশন সভার অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি আয়োজনে ওরিয়েন্টেশনের সভার উদ্বোধন করেন সনাক সভাপতি শাহানা নাসরীন রুবি। ওরিয়েন্টেশনে প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার প্রয়োজনীয়তা, প্রাথমিক বিদ্যালয় থেকে মায়েদের প্রত্যাশা, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, অভিভাবক হিসাবে মায়েদের দায়িত্ব, প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম/দুর্নীতির ক্ষেত্রসমূহ, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং তা উত্তরণে মায়েদের ভূমিকা বিষয়ে উপস্থাপনা করা হয়। সভায় একটিভ মাদার্স গ্রুপের সমন্বয়কারী রুমা রানী ও সহ-সমন্বয়কারী মুন্নী বেগম সমাপনী বক্তব্য দেন।
×