ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে ৩৪ ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ

প্রকাশিত: ০১:৫০, ২২ মে ২০১৭

লৌহজংয়ে ৩৪ ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে ৩৪ ড্রামভর্তি গলদা চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি মাছের পোনা ভর্তি ড্রামগুলো জব্দ করা হয়। পরে সোমবার বেলা পৌনে ১২ টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া বাজার এলাকার পদ্মা নদীতে পোনামাছগুলো ছেড়ে অবমুক্ত করা হয়। জব্দকৃত পোনা মাছের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। কোস্টগার্ড মাওয়া জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা শিমুলিয়া ৩নং ফেরিঘাট এলাকায় ওঁৎ পেতে থাকেন। চট্রগ্রাম থেকে মোংলাগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে তারা বাসটি আটক করে উদ্ধার অভিযানে নামেন। এ সময় বাস থেকে গলদা চিংড়ি পোনামাছ ভর্তি ৩৪টি ড্রাম জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এর মালিক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে সোমবার দুপুরে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদারের উপস্থিতিতে মাছের পোনাগুলো পদ্মায় অবমুক্ত করা হয়।
×