ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় ছাত্রী গ্রেফতার

প্রকাশিত: ০১:১২, ২২ মে ২০১৭

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় ছাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য লিখে তা পোস্ট করার অভিযোগে মামলায় পুলিশ মাকসুদা আক্তার সুমি (২২) নামে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে তাকে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। মাকসুদা আক্তার সুমি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় গ্রামের মোকছেদ আলীর মেয়ে। সে নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাকিম আজাদ জানান, ১৮ মে রাত ৮টা ২৪ মিনিটে সুমাইয়া ইসলাম সুমি নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির উপর আপত্তিকর ও মানহানীকর কিছু কথা লিখে পোস্ট করা হয়। পোস্টটি নবাবগঞ্জ থানা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এবং গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আঃ জলিলের ছেলে তবিবুর রহমানের নজরে পড়ে। তবিবুর পোস্ট প্রিন্ট করে নিয়ে বাদী হয়ে রবিবার রাতে নবাবগঞ্জ থানায় তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ওই মামলায় সুমাইয়াকে গ্রেফতার করে। সোমবার সুমাইয়াকে আদালতে সোপর্দ করা হয়।
×