ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের

প্রকাশিত: ০১:১১, ২২ মে ২০১৭

নরসিংদীতে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা,নরসিংদী ॥ নরসিংদী শহরের গাবতলী এলাকায় একটি সন্দেহভাজন জঙ্গী আস্তানা থেকে র‌্যাবের হাতে আটককৃত আবু জাফর ও সালাউদ্দিন এবং দেশের বিভিন্ন স্থানের আরো ৫ জন সহ ৭জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী সদর মডেল থানায় র‌্যাব-১১ এর ডিএডি পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লিখিতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে জিহাদী বই বিতরণ সহ জঙ্গীবাদ সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন ও আবু জাফর ছাড়া বাকী আসামীদের পলাতক দেখানো হয়েছে।সালাউদ্দীন নরসিংদী সদর উপজেলার চরদীঘলদী গ্রামের আবদুর রহমানের পুত্র ।সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করার পর টিউশনির পাশাপাশি বিসিএস পরিক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এবং আবু জাফর নরসিংদী সরকারী কলেজ থেকে গনিতে মাস্টার্স করছেন । লেখা পড়ার পাশাপাশি সে বিভিন্ন জায়গায় টিউশনি করত। উল্লেখ্য, গত শনিবার বিকেল থেকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় প্রবাসী মঈন উদ্দিনের একতলা বাড়িটিকে সন্দেহজনক জঙ্গী আস্তানা হিসেবে অভিযান চালায় র‌্যাব। পরে রবিবার দুপুরে র‌্যাবের হাতে আত্মসমর্পণ করা ৫ জনের মধ্যে মাসুদ,মশিউর,বাকিরুলকে যাচাইবাছাই শেষে রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। সিলেটের আতিয়া মহলের জঙ্গীরা পালিয়ে এসে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী উত্তরপাড়ায় প্রবাসি মঈন আহমেদের বাড়িতে আত্মগোপন করেছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল থেকে বাড়িটিকে ঘিরে জঙ্গীবিরোধী অভিযান চালায় র‌্যাব। দীর্ঘ ১৯ঘন্টার শ্বাসরুদ্ধকর জঙ্গীবিরোধী অভিযানের রক্তপাতহীন অবস্থায় ৫ যুবক রবিবার দুপুরে আত্মসমর্পন করে ।তাদেরকে নেয়া হয় নারায়গঞ্জের আদমজীতে র‌্যাব ১১ এর কার্যালয়ে।সেখানে জিঞ্জাসাবাদ শেষে ৩ জনকে ছেড়ে দেয়া হয়।পরে অধিকতর জিঞ্জাসাবাদ শেষে আবুজাফর ও সালাউদ্দীনকে গ্রেফতার দেখিয়ে দেশের আরো ৫ জনকে আসামী করে সোমবার সন্ত্রাস দমন আইনের ৮,৯,১০,১১,১২ও ১৩ ধারায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করে র‌্যাব ১১ । জঙ্গী অভিযানে ব্যর্থ হওয়ার পর মুখরক্ষার জন্য র‌্যাব তাদেরকে জড়িয়ে মামলা দায়ের করেছে এমন দাবি তাদের স্বজনদের। মামলার আসামী সালাউদ্দীনের পিতা নরসিংদীর সেখেরচর পৌলানপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান জানান, তার ছেলে নির্দোষ। সে সন্ত্রাসী নয়। অপর আসামী আবু জাফরের ছোটভাই আবদুল্লার দাবি তার ভাই সন্ত্রাসী নয় । সে নরসিংদী সরকারী কলেজে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় টিউশনি করতো।
×