ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে চারদিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০০:২৮, ২২ মে ২০১৭

সিরাজগঞ্জে চারদিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজগঞ্জে চারদিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন করা হয়েছে। নজরুল একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মিল্লাত জাতীয় কবি কাজী নজরুলকে নব চেতনার ও জাগরণের কবি উল্লেখ করে বলেছেন তাঁর কবিতা একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরনা জুগিয়েছে। জাতর জনক বঙ্গবন্ধু কাজী নজরুলকে জাতীয় কবি’র মর্যাদা দিয়েছেন। শহরের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি হেলাল আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামাল খান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু। স্বাগত বক্তব্য রাখেন,নজরুল একাডেমির সাধারন সম্পাদক সূর্য্য বারী। এর আগে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভাসানী মিলনায়তনে শেষ হয়। সন্ধ্যায় নজরুল একাডেমি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । একাডেমির সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন,নজরূল একাডেমি কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক মিন্টু রহমান। সংবর্ধনা দেয়া হয় প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী,সংগঠক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব স.ম দৌলত উদ্দিন।
×