ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরীকে কামড় দিয়ে পানিতে নিয়ে গেল সিল মাছ (ভিডিও)

প্রকাশিত: ১৯:০৯, ২২ মে ২০১৭

অনলাইন ডেস্ক ॥ কানাডার ভ্যাঙ্কুভারের একটি বন্দরে জেটিতে বসে থাকা এক কিশোরীর জামার পেছনে কামড় দিয়ে তাকে পানির তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটি সিল মাছ। তবে দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করা হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি সিল মাছ জেটির কাছকাছি সাতার কাটছিল। জেটিতে দাঁড়িয়ে থাকা লোকজন সিল মাছটির সঙ্গে খেলছিল। ওই কিশোরীও সেখানে ছিল। কিছুক্ষণ পর ওই কিশোরী জেটির কিনারায় থাকা রেলিংয়ে বসে পড়ে। এ সময় হঠাৎ করেই সিল মাছ লাফ দিয়ে ওপরে উঠে কিশোরী জামার পেছনের অংশে কামড় দিয়ে তাকে পানিতে নিয়ে যায়। সেখানে থাকা কিশোরীর এক স্বজন দ্রুত পানিতে ঝাপ দেন এবং তাকে সিল মাছটির কাছ থেকে ছাড়িয়ে ওপরে উঠিয়ে দেন। এ ঘটনায় ওই কিশোরী কোন আঘাত পায়নি বলে জানা গেছে। ভিডিওটি দেখার পর ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার সামুদ্রিক প্রাণী বিষয়ক গবেষক অধ্যাপক অ্যান্ড্রিউ ট্রাইটেস বলেছেন, ‘ভিডিওটি দেখার আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, কিছু নির্বোধ লোক রয়েছে যারা বন্যপ্রানীদের সঙ্গে সঠিক আচরণ করতে পারে না। এটি ছিল ক্যালিফোর্নিয়ার পুরুষ সিল মাছ। এগুলো বেড় বড়সড় হয়। এগুলো সার্কাসে খেলা দেখানোর জন্য নয়। মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে এগুলো সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়।’ তিনি বলেন, ‘মেয়েটির জামার পেছনের অংশ দেখে সিল মাছটি খাবার মনে করেছিল। এ কারনে এটি উপরে লাফ দিয়ে মেয়েটির জামাতে কামড় বসিয়েছিল। তবে অবশ্যই এটি খাদ্য ছিল না।’
×