ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের সিরি’আ জয়

প্রকাশিত: ১৮:০১, ২২ মে ২০১৭

জুভেন্টাসের  সিরি’আ জয়

অনলাইন ডেস্ক ॥ ইতালিয়ান সিরি`আ লিগের শিরোপা টানা ষষ্ঠবারের মতো নিজেদের ঘরে তুলেছে জুভেন্টাস। ২০১২ সাল থেকে একক আধিপত্য ধরে রেখেছে জুভিরা। এবারও সেই ধারা অব্যাহত রইল। ক্রোতোনেকে ৩-০ গোলে হারিয়ে টানা ছয়বার চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। ২০১০-১১ মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়ন হয়েছিল। সেটাই ছিল জুভেন্টাস ছাড়া অন্য কোনো দলের শেষবারের মতো সিরি`আ ট্রফি জয়। রবিবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বাদশ মিনিটেই মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে হেডে দলকে তৃতীয় গোলটি এনে দেন আলেক্স সান্দ্রো। এই নিয়ে ৩৩বার ইতালিয়ান সিরি`আ শিরোপাটি জিতল জুভেন্টাস। এ মৌসুমে ৩৭ ম্যাচে জুভিরা অর্জন করেছে ৮৮ পয়েন্ট। লিগের ২৮টি ম্যাচে জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। পরাজয় বরণ করেছে ৫টিতে, ড্র হয়েছে ৪টি। দ্বিতীয় স্থানে থাকা রোমার সঙ্গে জুভেন্টাসের পয়েন্টের ব্যবধান ৪।
×