ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লা লিগায় ৩৩তম শিরোপা রিয়ালের ঘরে

প্রকাশিত: ১৭:৫৩, ২২ মে ২০১৭

লা লিগায় ৩৩তম শিরোপা রিয়ালের ঘরে

অনলাইন ডেস্ক ॥ যদিও দ্বিতীয়স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে রিয়াল এক ম্যাচ কম খেলায় শিরোপার দৌঁড়ে তারাই এগিয়ে ছিল। আর শেষ ম্যাচে জয় দিয়ে লা লিগার শিরোপা খরা ঘুঁচিয়ে ৩৩তম শিরোপা নিজেদের ঘরেই তুলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। গতকাল রবিবার মালাগার বিপক্ষে অন্তত পক্ষে ড্র করলেও শিরোপা নিশ্চিত ছিল রিয়ালের। তবে ড্রয়ের পথেই হাঁটেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। লা রোজালেদায় গিয়ে স্বাগতিক মালাগার বিপক্ষে ম্যাচটি খেললেন একেবারে ফাইনালের মত করে। শেষ পর্যন্ত দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে মালাগাকে হারিয়ে লা লিগায় শিরোপা ঘরে তুলে নিলো লজ ব্লাঙ্কোজরা। ২০১১-১২ মৌসুমের পর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো রিয়ালের। হোসে মরিনহোর হাত ধরে সর্বশেষ শিরোপা এসেছিল রিয়াল মাদ্রিদের। এরপর রাফায়েল বেনিতেজ, কার্লো আনচেলত্তিদের মত কোচরা এসেছেন, আবার ফিরেও গেছেন; কিন্তু লিগ শিরোপা জিততে পারেনি রিয়াল। এবার জিনেদিন জিদানের হাত ধরে লিগ শিরোপা ঘরে তুললো মাদ্রিদের জায়ান্টরা।
×